kashmir encounter: উপত্যকায় জঙ্গি দমনে বড়সড় সাফল্য! গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি

kashmir_indian_army

ফের রক্তাক্ত কাশ্মীর। সেনা এবং পুলিশের যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে (kashmir encounter) মৃত্যু হল তিন লস্কর-ই-তৈবা জঙ্গির। মৃত জঙ্গিরা কাশ্মীরি পণ্ডিতদের খুনের ঘটনায় যুক্ত ছিল বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সেনা ও পুলিশের বিশেষ দল। গুলির লড়াই চলাকালীন তিন জনের মৃত্যু হয়।

Advertisements

মঙ্গলবার সকালে শোপিয়ানের মুন্‌ঝ মার্গ এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর পায় পুলিশ। সেই লক্ষ্যে অভিযান শুরু করে পুলিশ ও সেনার বিশেষ বাহিনী। মুন্‌ঝ মার্গের একটি বাড়িকে ঘিরে ফেলা হয়। সেনা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনী। তাতেই তিন জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

Advertisements

জম্মু ও কাশ্মীর পুলিশের এডিজি বিজয় কুমার টুইটে জানান, তিন জঙ্গির মৃত্যু হয়েছে। তার মধ্যে শোপিয়ানের বাসিন্দা লতিফ লোন রয়েছে। লতিফ কাশ্মীরি পণ্ডিত পূর্ণকৃষ্ণ ভট্টের খুনের সরাসরি যুক্ত ছিলেন। অন্য এক মৃত জঙ্গি অনন্তনাগের উমর নাজ়ির। তাঁর বিরুদ্ধে নেপালের তিলবাহাজুর থাপাকে খুনের অভিযোগ রয়েছে। তৃতীয় মৃত জঙ্গির বিষয়ে এখনও বিশেষ তথ্য জানায়নি পুলিশ।