তিরিকে ফেরাতে পারে এটিকে মোহনবাগান

ইতিমধ্যে স্লাভকো সই করেছেন ইন্ডিয়ান সুপার লিগের কোনও ক্লাবেই।কিন্তু সেটা কোন ক্লাব এখনও স্পষ্ট নয়। তবে যতো দুর শোনা যাচ্ছে জামশেদপুর এফসিতে সই করেছেন স্লাভকো।…

ATK Mohun Bagan tiri

ইতিমধ্যে স্লাভকো সই করেছেন ইন্ডিয়ান সুপার লিগের কোনও ক্লাবেই।কিন্তু সেটা কোন ক্লাব এখনও স্পষ্ট নয়। তবে যতো দুর শোনা যাচ্ছে জামশেদপুর এফসিতে সই করেছেন স্লাভকো।

এই রকম একটা পরিস্থিতিতে ফের তিরি প্রত‍্যাবর্তন করতে চলেছে এটিকে মোহনবাগানে (ATK Mohan Bagan ), এমনটাই শোনা যাচ্ছে। বর্তমানে বেশ ম‍্যাচ ফিট হয়ে উঠেছেন তিরি। তাই ক্লাবের বিশ্বস্ত অনুচর কে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড।

এএফসি কাপে গোকুলাম ম্যাচে খেলাকালীণ মারাত্মক চোট পান এই স্প‍্যানিশ ডিফেন্ডার। প্রথমে মনে করা হয়েছিল সাত সপ্তাহের মধ্যে ঠিক হয়ে উঠবেন তিনি, কিন্তু পরে জানা যায় এসিএল ছিড়ে যাওয়ায় বেশ দীর্ঘ সময়ের জন্যে মাঠের বাইরে চলে গেছেন তিনি।

আইএসএলে বিদেশি হিসেবে সবচেয়ে বেশী ম‍্যাচ খেলা তিরি একসময় খেলেছেন আতলেতিকো মাদ্রিদের বি দলের হয়ে। এটিকে এবং এটিকে মোহনবাগানের হয়ে চার খেলেছেন মোট ৪৯টি ম্যাচ, চার বছরে।এছাড়াও জামশেদপুরের হয়ে খেলতে দেখা গেছে তাকে।

একের পর এক দুর্দান্ত সব পারফরম্যান্স দেওয়ার মধ্যে দিয়ে সবুজ মেরুন ব্রিগেডের একজন বিশ্বস্ত অনুচর হয়ে উঠেছিলেন।চোটের জন্যে স্পেনে ফিরে যেতে বাধ‍্য হয়েছিলেন। কিন্তু তার মনে পড়েছিলো ভারতে। আইএসএল শুরুর সময় হতাশা প্রকাশ করে মন খারাপ করা ট‍্যুইট করতে দেখা গেছিলো তাকে।

তিরি সেই ট‍্যুইটে লিখেছিল,” আজ থেকে শুরু আইএসএল।এবারের আইএসএলে খেলার সুযোগ পেয়ে ভীষণ ভালো লাগছে। তবে দর্শক হিসেবে সমস্ত ম‍্যাচে নজর থাকবে। আইএসএলে অংশগ্রহণ কারী প্রতিটি দলকে আমার শুভেচ্ছা।প্রার্থনা করি কেউ যেনো বড়ো কোনও চোট না পায়। এটিকে মোহনবাগান চলো নামা যাক।” – সেই ট‍্যুইটে সবুজ মেরুন ব্রিগেডকে ট‍্যাগ ও করেছিলেন তিরি।