
একটি নির্মীয়মাণ বহুতলে বিপত্তির ঘটনা ঘটল মঙ্গলবার দুপুরে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে মুম্বইয়ের (Mumbai) একটি নির্মীয়মাণ বহুতলে ভারা বাঁধতে দিয়ে তিন শ্রমিক মারা গিয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে মুম্বই শহরের সোনি ওয়াদি এলাকার কল্পনা চকে। আর জানা গিয়েছে মঙ্গলবার দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটে। নির্মীয়মাণ বহুতলটি চব্বিশ তলার। তবে এইদিন সেই বহুতলের ষোলো তলায় তারা কাজ করছিলেন। তবে ঠিক কীভাবে এই বিপত্তি তা জানা যায়নি।
বৃহৎ মুম্বই কর্পোরেশনের তরফে জানানো হয়েছে যে আহতদের দ্রুত কান্দিভালি হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষণা করা হয় এবং একজনকে গুরুতর আহত ঘোষণা করা হয়।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










