এবার INDIA জোটের ২৬ দল যাবে মণিপুর, খতিয়ে দেখবে পরিস্থিতি

কেন্দ্র সরকারের উপর একের পর এক সাঁড়াশি আক্রমণ করছে বিভিন্ন বিরোধী দল।এবার বিজেপি বিরোধী INDIA জোটের ২৬ টি দলের প্রতিনিধিরা রওনা দেবে মণিপুরের উদ্দেশ্যে। পার্লামেন্ট অধিবেশনের পরে তাদের মণিপুর যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

একদিকে লোকসভার অন্দরে অনস্থা। অন্যদিকে রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব। কেন্দ্র সরকারের উপর মণিপুর নিয়ে প্রবল চাপ বাড়ানোর কৌশল অব্যাহত। একের পর এক তির ছুড়ছেন বিরোধীরা। 

   

জানা গিয়েছে ২৬ টি দলের যে INDIA জোটের প্রতিনিধি তারা মণিপুর যাবেন। যদিও সংসদ চলছে। যার ফলে সমস্ত দলের সংসদরা ব্যস্ত রয়েছে। এই পার্লামেন্ট সেশনের মধ্যে বিরোধীদের যাওয়া সম্ভব নয়। 

তবে পার্লামেন্ট শেষ হলে মনিপুর যাওয়ার সম্ভাবনা রয়েছে এই দলের। ইতিমধ্যেই বিরোধীদের মধ্যে এ বিষয়ে গোপন আলোচনা শুরু হয়ে গিয়েছে। 

বিগত কয়েক মাস ধরে জ্বলছে মণিপুর। একের পর এক খুন হিংসা। রক্তাক্ত গোটা এলাকা। তা সত্ত্বেও বহু দিন নিশ্চুপ প্রধানমন্ত্রী। এবার কেন্দ্রকে নিশানা করে তার বিরুদ্ধে তৈরি হওয়া INDIA জোট যাবে মণিপুরে। তারা ঘটনাস্থলে গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন