দেশের নিরাপত্তার স্বার্থে নিষিদ্ধ ৩২০টি মোবাইল অ্যাপ

দেশের বিভিন্ন অভ্যন্তরীণ তথ্য পাচার হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যার জেরে সঙ্কটে পড়তে পারে দেশের নিরাপত্তা ব্যবস্থা। তাই দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে…

দেশের বিভিন্ন অভ্যন্তরীণ তথ্য পাচার হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যার জেরে সঙ্কটে পড়তে পারে দেশের নিরাপত্তা ব্যবস্থা। তাই দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এখনও পর্যন্ত ৩২০ টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। লোকসভায় এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী সোম প্রকাশ।

শিল্প ও বাণিজ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী লোকসভায় বলেন এখনও পর্যন্ত তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এ ধারায় সরকার ৩২০টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে। দেশের সুরক্ষা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতেই এই অ্যাপগুলি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী দাবি করেন, নিষিদ্ধ হওয়া এই সমস্ত অ্যাপগুলির বেশ কয়েকটি রীতিমতো ভারতবিরোধী প্রচারকে উস্কানি দিত। দেশের অভ্যন্তরীণ ও বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করত। এমনকী, দেশের নিরাপত্তা সংক্রান্ত অনেক গোপন তথ্য পাচার করতে পারে বলেও আশঙ্কা ছিল।

   

Advertisements

মন্ত্রী সংসদে আরও বলেন, আগেই নিষিদ্ধ করা হয়েছিল এমন ৪৯ টি অ্যাপ নিজেদের নাম বদল করে বাজারে ফিরে এসেছিল। কিন্তু সরকারের কড়া পর্যবেক্ষণের ফলে ওই অ্যাপগুলিকে চিহ্নিত করে আবারও নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্শডিনেশন সেন্টার এক সতর্কবার্তা জানিয়েছিল, বেশকিছু মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের নিরাপত্তা, সুরক্ষা ও সার্বভৌমত্ব বিপদের মুখে পড়তে পারে। উল্লেখ্য, শুধু মোবাইল অ্যাপ নয়, এর আগে ২০টি ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করেছিল কেন্দ্র। চ্যানেলগুলির বিরুদ্ধে পাকিস্তানের হয়ে খবর প্রচার করার অভিযোগ ছিল। এমনকি সাম্প্রতিককালে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ম ইউটিউব চ্যানেলগুলি একাধিক ভুল খবর ছড়িয়ে ছিল। সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে এই চ্যানেলগুলি পরিচালনা করা হত।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News