Kulgam Encounter : কুলগামে সেনার গুলিতে নিহত ২ জঙ্গি

নিউজ ডেস্ক: উপত্যকায় জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য সেনার। দক্ষিণ কাশ্মীরের কুলগামে (Kulgam) নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত ২ জঙ্গি। সূত্র মারফত পাওয়া খবরে জানা যায়, পুলিশ…

2-terrorists-killed-in-kulgam

নিউজ ডেস্ক: উপত্যকায় জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য সেনার। দক্ষিণ কাশ্মীরের কুলগামে (Kulgam) নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত ২ জঙ্গি। সূত্র মারফত পাওয়া খবরে জানা যায়, পুলিশ ও সেনার যৌথবাহিনী এলাকায় পৌঁছতেই গোপন ডেরা থেকে লুকিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। বেশ কিছুক্ষণ ধরে জঙ্গি-নিরাপত্তাবাহিনী গুলির লড়াই চলে। শেষমেশ যৌথবাহিনীর গুলিতে ২ জঙ্গির মৃত্যু হয়। এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে অনুমান সেনার। তাদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চলছে।

জানা গিয়েছে, বুধবার রাতে কুলগামের রেদয়ানি বালা গ্রামে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর মেলে। গোপন সূত্রে এই খবর পেয়েই জম্মু কাশ্মীর পুলিশকে সঙ্গে নিয় ওই এলাকায় অভিযানের ছক কষে ফেলে সেনাবাহিনী। এদিন রাতেই সেখানে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। তবে এলাকায় নিরাপত্তাবাহিনী পৌঁছে যেতেই তা টের পেয়ে যায় জঙ্গিরা। গোপন ডেরা থেকে লুকিয়ে তারা গুলি ছুঁড়তে শুরু করে।

জঙ্গিদের গুলির পাল্টা জবাব দেয় সেনা-পুলিশের যৌথ বাহিনীও। রাতভর দফায়-দফায় গুলির লড়াই চলে। তবে গোটা এলাকাটি যৌথবাহিনীর সদস্যরা ঘিরে ফেলায় সুবিধা করতে পারেনি জঙ্গিরা। নিহত ২ জঙ্গি কোন সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, গত ৬ দিনে জম্মু কাশ্মীরের বিভিন্ন প্রান্তে সেনার গুলিতে ৬ জঙ্গির মৃত্যু হয়েছে। বুধবার সেনার গুলিতে পুলওয়ামায় হিজবুল মুজাহিদিনের অন্যতম শীর্ষ জঙ্গি ফিরোজ আহমেদ দার নিহত হয়েছে। তারও আগে গত সোমবার শ্রীনগরের কাছে রাঙ্গরেথ এলাকায় নিরাপত্তাবাহিনীর সদস্যদের গুলিতে আরও ২ জঙ্গি নিহত হয়। গত রবিবার ভোরে অবন্তীপোরায় সেনার গুলিতে আরও এক জঙ্গি নিহত হয়।