পাক-ভারত উত্তেজনার মধ্যে কুলগামে গ্রেফতার দুই জঙ্গি সহযোগী

2 terror associates arrested শ্রীনগর: পহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বর জঙ্গি হামলার পর গোটা দেশ জুড়ে শোক ও ক্ষোভের আবহ। ওই হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন…

2 terror associates arrested

2 terror associates arrested


শ্রীনগর:
পহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বর জঙ্গি হামলার পর গোটা দেশ জুড়ে শোক ও ক্ষোভের আবহ। ওই হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ নাগরিক, যার মধ্যে রয়েছেন দুই বিদেশি পর্যটকও৷  এই ঘটনার রেশ কাটতে না কাটতেই, কুলগাম জেলার কাইমোহ এলাকার থোকেপাড়া থেকে দুই জঙ্গি সহযোগীকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী। পুলিশের উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, ধৃতদের সরাসরি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ ছিল এবং তারা বিভিন্ন অপারেশনে সক্রিয়ভাবে সাহায্য করছিল।

   

দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল সেনা

এর পাশাপাশি শনিবার সকালে কুলগাম জেলায় আরও দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল সেনা বাহিনী। যদিও ওই জঙ্গিদের ধরা সম্ভব হয়নি। তবে, পহেলগাঁও হামলার সঙ্গে তাদের যোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। সন্ত্রাসবাদ বিরোধী অভিযান হিসাবেই এই বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

পহেলগাঁও-এর ঘটনার পর রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গোটা কাশ্মীর উপত্যকায় চলছে ব্যাপক তল্লাশি অভিযান। সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি সমন্বয়ের মাধ্যমে প্রতিটি সম্ভাব্য জঙ্গি ঘাঁটি ও গোপন আস্তানায় নজরদারি চালাচ্ছে।

শ্রীনগরে সেনাপ্রধান 2 terror associates arrested

এই অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শ্রীনগরে পৌঁছে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর কমান্ডের জিওসি ইন-সি লেফটেন্যান্ট জেনারেল এম ভি সুচীন্দ্র কুমার, সেনার ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা এবং ১৫ কর্পসের জিওসি লেফটেন্যান্ট জেনারেল প্রশান্ত শ্রীবাস্তব।

সেনা প্রধান জানিয়েছেন, সীমান্ত পেরিয়ে পাকিস্তানি সেনা ও জঙ্গি সংগঠনগুলোর মধ্যে যোগসূত্র ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। বারবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের চেষ্টা হচ্ছে পাকিস্তানের তরফে। সেনা প্রধান স্পষ্ট জানান, সন্ত্রাসবাদ দমনে সেনা কোনওরকম আপস করবে না।

কঠোরতম ব্যবস্থা গ্রহণের নির্দেশ

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই বর্বর হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তাঁর ভাষায়, “যে-ই হোক না কেন, পহেলগাঁও হামলার প্রত্যেক অপরাধী ও তাদের সমর্থকদের খুঁজে বের করে উচিত শাস্তি দিতে হবে। আমাদের দেশের সাহসী সেনা ও নিরাপত্তা বাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। সন্ত্রাসের পরিকাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে।”

এখনই উপত্যকায় তল্লাশি অভিযান আরও জোরদার করা হচ্ছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেনার যৌথ অভিযান চলছে কুলগাম, অনন্তনাগ, পুলওয়ামা, শোপিয়ান-সহ উপত্যকার নানা অংশে।

এই জঘন্য হামলার পর শুধু উপত্যকাতেই নয়, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে ক্ষোভ। নাগরিক সমাজ, রাজনীতিক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই পাকিস্তানপন্থী সন্ত্রাসের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপের দাবি জানাচ্ছেন।

এই হামলা শুধু কয়েকজন মানুষের প্রাণ নেয়নি, গোটা দেশের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। এবং সেই ক্ষত শুকোতে গেলে চাই জবাবদিহি, প্রতিশোধ ও সম্পূর্ণ নির্মূল সন্ত্রাসের।

Bharat: Nation grieves Pahalgam terror attack, 26 killed including foreign tourists. Security forces in Kulgam arrest 2 terror associates, demolish 2 hideouts. Kashmir security intensified; Army Chief reviews situation in Srinagar.