রাজ্যে ভয়াবহ IED বিস্ফোরণ, মাওবাদীদের নিশানায় নিরাপত্তাবাহিনী, আহত ২

লোকসভা ভোটের মুখে আইইডি বিস্ফোরণে (IED Blast) কেঁপে উঠল রাজ্য। জানা গিয়েছে, আজ বুধবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বোমা বিস্ফোরণে স্পেশাল টাস্ক…

রাজ্যে ভয়াবহ IED বিস্ফোরণ, মাওবাদীদের নিশানায় নিরাপত্তাবাহিনী, আহত ২

লোকসভা ভোটের মুখে আইইডি বিস্ফোরণে (IED Blast) কেঁপে উঠল রাজ্য। জানা গিয়েছে, আজ বুধবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বোমা বিস্ফোরণে স্পেশাল টাস্ক ফোর্সের (STF) দুই জওয়ান আহত হয়েছেন।

এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ভোর ৫টা থেকে ৬টার মধ্যে গঙ্গালুর থানার অন্তর্গত ইতওয়ার গ্রামের জঙ্গলে নিরাপত্তারক্ষীদের একটি দল তল্লাশি অভিযানে বেরিয়েছিল। পুলিশ জানতে পেরেছিল যে জঙ্গলের মধ্যে বিশাল পরিমাণে কয়েকজন লুকিয়ে রয়েছে এদিকে এই মাওবাদী নিকাশ অভিযানে বেরিয়েছিল নিরাপত্তা রক্ষীদের একটি দল। এদিকে মাটিতে আইইডি পুঁতে রেখেছিল মাওবাদীরা বলে অভিযোগ। আর সেই আইইডিতে পা দিতেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে জঙ্গল।

Advertisements

এই বিস্ফোরণে আহত হন দুজনে ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। অপারেশন চলাকালীন শিবলাল মাণ্ডবী ও মিথিলেশ মারকাম নামে দুই এসটিএফ জওয়ান আইইডির সংস্পর্শে আসেন। এই দুই এসটিএফ জওয়ানকে স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। এলাকায় তল্লাশি অভিযান চলছে বলেও জানান এক আধিকারিক।