East Bengal: ক্লাব ও ইমামির সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন ইস্টবেঙ্গল কোচ

ইস্টবেঙ্গলকে (East Bengal ) ক্লাবকে ঘরে কলকাতা ময়দানে বিভিন্ন জল্পনা কানে আসে। যার মধ্যে বেশিরভাগ হয় ভিত্তিহীন। দল গঠন সংক্রান্ত আলোচনার পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাব ও…

Carles Cuadrat emami

ইস্টবেঙ্গলকে (East Bengal ) ক্লাবকে ঘরে কলকাতা ময়দানে বিভিন্ন জল্পনা কানে আসে। যার মধ্যে বেশিরভাগ হয় ভিত্তিহীন। দল গঠন সংক্রান্ত আলোচনার পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাব ও বিনিয়োগকারী কোম্পানি ইমামির মধ্যেকার সম্পর্কের কথাও উঠে আসে মাঝেমধ্যে। ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রত (Carles Cuadrat) এবার নিজে জানালেন দুই পক্ষের মধ্যেকার সম্পর্কের কথা।

শেষ ছয়ে যাওয়ার দৌড়ে এখনও প্রবলভাবে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। পাঞ্জাব এফসির বিরুদ্ধে জিততেই হবে দলকে। মরণ বাঁচন এই ম্যাচে নামার আগে এক ক্রীড়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। সাক্ষাৎকারে ক্লাব সম্পর্কে অনেক কথায় তিনি প্রকাশ্যে এসেছেন।

লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রত জানিয়েছেন, “ক্লাব ও বিনিয়োগকারীর মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। দুই পক্ষ এক সঙ্গে কথা বলে ঠিক করছে আগামী দিনের রূপ রেখা। আমার আমাদের পরিকল্পনা তৈরি করছে। ক্লাব আমাকে খুবই সাহায্য করছে। যৌথভাবে নেওয়া হচ্ছে সিদ্ধান্ত।”

সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, “অনেক জায়গায় দাবি করা হচ্ছে আমরা পরের মরসুমের জন্য ভাবনা চিন্তা করা শুরু করেছি। বিষয়টা পুরোপুরি সত্য নয়। আসলে আমরা আগামী দুই বছরের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। চলতি মরসুমে অনেক ফুটবলারের ব্যাপারে কথা হয়েছে। ভারতীয় ফুটবলার প্রসঙ্গেও কথা হয়েছে।”

পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন কার্লেস কুয়াদ্রত। নিজের পোস্টে লিখেছেন, “দিল্লিতে শক্তিশালী পাঞ্জাব এফসির বিরুদ্ধে আমাদের শেষ প্রচেষ্টা। তিন পয়েন্ট অর্জন করে প্লে অফে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখতে হবে আমাদের। গোয়া ও চেন্নাইন ম্যাচের ফলাফলের দিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে।”