Sunday, December 7, 2025
HomeBharatJharkhand: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠের বাড়িতে উদ্ধার ২টি A K 47

Jharkhand: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠের বাড়িতে উদ্ধার ২টি A K 47

- Advertisement -

ঝাড়খণ্ডে (Jharkhand) চাঞ্চল্য। জানা গিয়েছে, বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ সহযোগী প্রেম প্রকাশের বাড়ি থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দুটি একে-৪৭ রাইফেল এবং ৬০টি কার্তুজ উদ্ধার করেছে ।

ইডি-র গোয়েন্দারা, অবৈধ খনন মামলায় প্রেম প্রকাশের ঝাড়খন্ডের বাড়িতে তল্লাশি চালানোর সময় বলেছিলেন যে তারা একটি লোহার আলমারিতে রাখা দুটি একে -৪৭ খুঁজে পেয়েছেন। সূত্রের খবর, এই বেআইনি রাইফেল উদ্ধারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে এবং সম্ভবত অস্ত্র আইনে প্রেম প্রকাশের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হবে।

   

ইডির আধিকারিকরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, যে প্রেম প্রকাশ এবং হেমন্ত সোরেনের সাথে তার কথিত সম্পর্ক সম্পর্কে নির্দিষ্ট তথ্যের পরে, তার বাসভবনে তল্লাশি চালানো হয়েছিল। বেআইনি খনন মামলায় প্রেম প্রকাশের বাড়ি ছাড়াও ঝাড়খণ্ড, বিহার, তামিলনাড়ু এবং দিল্লি-এনসিআর-এ আরও ১৬টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। সূত্রের খবর, এই মামলায় ইডি-র স্ক্যানারে রয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular