Anubrata Mondal: বাংলাদেশে গোরুপাচারে অভিযুক্ত অনুব্রতর জেল

আন্তর্জাতিক গোরু পাচার মামলার তদন্তে তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআই বিশেষ আদালত। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট।…

anubrata_jial

আন্তর্জাতিক গোরু পাচার মামলার তদন্তে তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআই বিশেষ আদালত। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট। তাকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। 

এদিকে বীরভূমে চাপা উত্তেজনা। কী হবে জেলা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির। জেলা তৃণমূল কংগ্রেস শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন রাজ্য নেতারা। জেল হেফাজত হলেই তাঁকে পদ থেকে সরানোর ঘোষণা করবে টিএমসি। যেমন নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জেল হওয়ার পর তাঁকে দলীয় ও মন্ত্রীপদ থেকে সরানো হয়েছে।

দলনেত্রীর আস্থাভাজন অনুব্রত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক করেছে। গ্রেফতারের পর প্রকাশ্যে অনুব্রতর হয়ে সাফাই দেন মুখ্যমন্ত্রী।

আদালতে অনুব্রতর আইনজীবীর যুক্তি ছিল তাঁর একাধিক অসুস্থতা রয়েছে। সেকারণে তাঁকে জামিন দেওয়া হোক। ভারত থেকে বাংলাদেশে নিয়ে যেতে হলে বিএসএফের চোখে পড়তে হবে। আমার মক্কেলের এতে কোনও ভূমিকা পাওয়া যায়নি।

অন্যদিকে সিবিআইয়ের যুক্তি, প্রভাবশালী অনুব্রত সাক্ষ্য প্রমাণকে বিকৃত করতে পারে। তাই হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে। গোটা বিষয়টি একটি বৃহত্তর পরিকল্পিত ষড়যন্ত্র। অভিযুক্ত অর্থের উৎস দেখাতে পারেননি। বিপুল পরিমাণ সম্পত্তি পাওয়া গিয়েছে তাঁর ঘনিষ্ঠ ও বাড়ির লোকেদের নামে। অভিযুক্ত প্রভাবশালী। এবং শুরু থেকেই তদন্তে অসহযোগিতা করছেন। উনি তদন্তে অংশগ্রহণই করেননি। তাঁকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।