Arunachal Pradesh: রহস্যজনকভাবে নিখোঁজ ১৮ জন শ্রমিক, উদ্ধার মৃতদেহ

অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন ১৮ জন শ্রমিক। ইতিমধ্যে একজনের মৃত্যু অবধি হয়েছে বলে জানিয়েছেন এক প্রশাসনিক কর্তা।     ভারত-চিন সীমান্তে অরুণাচল…

short-samachar

অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন ১৮ জন শ্রমিক। ইতিমধ্যে একজনের মৃত্যু অবধি হয়েছে বলে জানিয়েছেন এক প্রশাসনিক কর্তা।

   

ভারত-চিন সীমান্তে অরুণাচল প্রদেশের কুরুং কুমে জেলায় মৃত ১, নিখোঁজ আরও ১৮ শ্রমিক। গত ৫ জুলাই থেকে একটি সড়ক প্রকল্প থেকে নিখোঁজ হওয়া ১৯ জন শ্রমিকের বেশির ভাগই আসাম থেকে এসেছেন বলে জানিয়েছেন জেলা ডেপুটি কমিশনার বেঙ্গিয়া নিগি।

এক রিপোর্টে বলা হয়, স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে যে গত সপ্তাহে প্রকল্পস্থল থেকে ১৯ জন শ্রমিক নিখোঁজ হয়েছিল, যার মধ্যে পাশের একটি নদীতে একজনের মৃতদেহ পাওয়া গেছে। সীমান্ত সড়ক সংস্থা (বিআরও) উত্তর-পূর্বের রাজ্যগুলিতে রাস্তার একটি বড় নেটওয়ার্ক তৈরি করছে। এই প্রকল্পের আওতায়, ভারত-চীন সীমান্তের কাছে ডামিন এলাকায় নির্মাণ কাজের জন্য শ্রমিকদের ডাকা হয়েছিল। তবে স্থানীয়দের দাবি, দামীনের কুমায়ুন নদীতে সব শ্রমিক ডুবে মারা গেছেন।

ভারত-চিন সীমান্তের কাছে ডামিনের ভিতরে রয়েছে এই প্রকল্প। এক পুলিশ কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, শ্রমিকরা ঠিকাদার বেনজিয়া বাদোকে ঈদ উদযাপনের জন্য বাড়ি যাওয়ার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছিল বলে অভিযোগ রয়েছে। কিন্তু বাদো তাদের অনুমোদন না দেয়ায় তারা পায়ে হেঁটে পালিয়ে কুরুং কুমে জেলার ঘন জঙ্গলে অদৃশ্য হয়ে যায়। এরপর থেকেই কারোর আর খোঁজ মেলেনি।