Voter ID Cards: ভোটের তিনদিন আগে রাস্তা থেকে উদ্ধার কয়েকশো ভোটার কার্ড

রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে কয়েকশো ভোটার কার্ড (Voter ID Cards)। নেই কোনও দাবিদারও। চতুর্থ দফার লোকসভা ভোটের তিনদিন আগে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কে…

Voter-ID-Cards

রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে কয়েকশো ভোটার কার্ড (Voter ID Cards)। নেই কোনও দাবিদারও। চতুর্থ দফার লোকসভা ভোটের তিনদিন আগে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা ওই ভোটার কার্ড রাস্তায় ফেলে দিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাটি মহারাষ্ট্রের জালনা জেলার। বৃহস্পতিবার জালনা শহরের আম্বাদ রোডের কাঞ্চন নগরে রাস্তার পাশে ১৭৬টি ভোটার পরিচয়পত্র পড়ে থাকতে দেখেন জালনা জেলা প্রশাসন ও নির্বাচন দফতরের আধিকারিকরা।

রিটার্নিং অফিসার এবং জালনা জেলা কালেক্টর শ্রীকৃষ্ণ পাঞ্চাল অজ্ঞাতপরিচয় সন্দেহভাজনদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। কাদিম জালনা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভোটের আগে এত বিপুল সংখ্যক ভোটার কার্ড যারা ফেলে রেখে গিয়েছে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীকৃষ্ণ পাঞ্চাল। পুলিশকে গোটা বিষয়টি নিয়ে তদন্ত করার পাশাপাশি দোষীদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

   

আগামী ১৩ মে জালনা লোকসভা কেন্দ্রে ভোট। ওই দিন ঔরঙ্গাবাদ ও বিড আসনেও নির্বাচন হবে। নির্বাচন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর ভোটার কার্ডগুলি হেফাজতে নেওয়া হয়েছে। ভোটার কার্ড প্রাথমিক যাচাইয়ের পর উঠে এসেছে, কার্ডগুলি পুরনো। এগুলির বৈধতা সম্ভবত নেই। ভোটার রেজিস্ট্রেশন অফিসার এবং জালনার সাব-ডিভিশনাল অফিসার জানিয়েছেন, ১৭৬টি ভোটার কার্ডে থাকা নাম বিএলও (বুথ লেভেল অফিসার) যাচাই করছেন।

Free Haircut: বিরাট অফার! ভোট দিলেই ফ্রিতে চুল কাটতে পারবেন এই সেলুনে

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা বিষয়টির দিকে নজর রাখছেন জালনার সাব-ডিভিশনাল অফিসার। প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে তিন দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

Suvendu Adhikari: গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু! কী এমন হয়েছিল?