Suvendu Adhikari: গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু! কী এমন হয়েছিল?

ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয় ঘিরে ‘চোর, চোর’ স্লোগান। আজ, বুধবার বাঁকুড়ার সিমলাপালে শুভেন্দুর কনভয় যাওয়ার সময় লাগোয়া এলাকায় সভা চলছিল…

Suvendu-Adhikari

ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয় ঘিরে ‘চোর, চোর’ স্লোগান। আজ, বুধবার বাঁকুড়ার সিমলাপালে শুভেন্দুর কনভয় যাওয়ার সময় লাগোয়া এলাকায় সভা চলছিল তৃণমূল মহিলা কংগ্রেসের সভা। সেই সভা থেকেই, শুভেন্দু অধিকারীকে গো-ব্যাক, চোর-চোর স্লোগান দেওয়া হয়। ক্রমাগত চোর স্লোগান শুনে মেজাজ হারান শুভেন্দু। গাড়ি থেকে নেমে তেড়ে যান তৃণমূলীদের দিকে। একই সঙ্গে পুলিশকেও ধমক দেন।

শুভেন্দু বলেন, সাহস থাকলে সামনে আয়। দেখিয়ে দেব আমি কী জিনিস। পুলিশ এই ধরনের পরিস্থিতি তৈরি করছে বলেও অভিযোগ করেন শুভেন্দু। এই প্রথম নয়, এর আগেও বহুবার শুভেন্দুকে উদ্দেশ্য করে চোর স্লোগান দিয়েছে তৃণমূল। ২৯ এপ্রিল নিজের খাসতালুক নন্দীগ্রামে চোর, চোর স্লোগান শুনতে হয় তাঁকে। বিজেপি অভিযোগ করেছিল, প্রশাসনের সাহায্যে তৃণমূল এই কাজ করছে। যদিও অভিযোগ অস্বীকার করে রাজ্যের শাসকদল।

   

ওইদিন রাতে কেন্দামারির এক মনসা পুজোয় যোগ দিতে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই সময় তাঁর কনভয় ঘিরে ‘চোর, চোর-চোরটা শিশির বাবুর ছেলেটা’ স্লোগান ওঠে। এই প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দেন শুভেন্দু। তিনি বলেন, পুলিশকে সামনে রেখে পিছনে পাঁচটা লোক হুঁ-হাঁ করবে আর শুভেন্দু অধিকারী ভয় পেয়ে চলে যাবে, ও সব কারবার হবে না। ওদের পুলিশ ডেকে নিয়ে এসেছে। হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার।

এদিন বাঁকুড়ার পাত্রসায়রে সভা করেন শুভেন্দু অধিকারী। সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করেন তিনি। বলেন, আমি আবারও বলছি পিসি চোর, ভাইপো চোর। পিসি হল মমতা বন্দ্যোপাধ্যায় আর ভাইপো হল অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু’জনের নাম বললাম, পারলে কিছু করুক। একই সঙ্গে ২০২৬ সালে নয়, ২০২৪-এই বাংলায় বিধানসভা ভোট হবে বলে সাফ জানিয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, আপনারা একদম মারপিঠের মধ্যে, গন্ডগোলের মধ্যে যাবেন না। এই মমতার ‘চটিচাটা’ পুলিশকে মামলা করতে দেবেন না, আমি আপনাদের বলছি। ২৩ তারিখ সন্ধে ৬টার পর থেকে পাত্রসায়র, কোতলপুর, ইন্দাস, জয়পুরের ভোট করানোর দায়িত্ব নিচ্ছি। লিখুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর ৯৭৩৩০ ৬৪৫৯৫। যেখানে জমায়েত করবে তোলামূল, এলাকার নাম লিখে টাইপ করে পাঠাবেন। ১৫ মিনিটের মধ্যে কেন্দ্রীয় বাহিনী ব্যবস্থা নেবে।