রাজ্যসভা নির্বাচনে হারের পর সঙ্কটে পড়েছে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কংগ্রেস সরকার। হিমাচলের রাজ্যসভা নির্বাচনে ৯ জন বিধায়ক ক্রস ভোট করেছেন। ছয়জন কংগ্রেস বিদ্রোহী, তিনজন নির্দল প্রার্থী বিজেপি (BJP) প্রার্থীকে ভোট দেন এবং এইভাবে কংগ্রেসের অভিষেক মনু সিংভি নির্বাচনে হেরে যান।
এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা জয়রাম ঠাকুর বলেছেন, সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও কংগ্রেস হেরেছে। তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। সঙ্কটের মধ্যেই সক্রিয়। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এবং প্রবীণ নেতা ভূপিন্দর সিং হুডাকে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছে দল। এরই মাঝে রাজ্যে ব্যাপক অস্বস্তিতে পরল বিজেপি দল। হিমাচল বিধানসভায় তোলপাড় শুরু হওয়ার পর ১৫ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার। বিজেপি সদস্যরা সংসদে কাগজ ছড়িয়ে-ছিটিয়ে দেন বলে অভিযোগ। এরপর দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।
সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়করা হলেন জয়রাম ঠাকুর, বিপিন সিং পারমার, বিনোদ কুমার, জনক রাজ, বলবীর ভার্মা, সুরেন্দ্র শৌরি, ইন্দর সিং গান্ধী, হংস রাজ এবং লোকেন্দ্র কুমার।