অনুপ্রবেশের ছক বানচাল, সীমান্তে পাক নাগরিককে ধরল বিএসএফ

শ্রীনগর: জম্মুর আন্তর্জাতিক সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করল সীমান্তরক্ষী বাহিনী। আরএস পুরা সেক্টরের সুচেতগড় এলাকায় রবিবার গভীর রাতে পাক নাগরিককে আটক করেছে বিএসএফ। সোমবার…

Jammu border infiltration

শ্রীনগর: জম্মুর আন্তর্জাতিক সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করল সীমান্তরক্ষী বাহিনী। আরএস পুরা সেক্টরের সুচেতগড় এলাকায় রবিবার গভীর রাতে পাক নাগরিককে আটক করেছে বিএসএফ। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাহিনী।

সন্দেহজনক গতিবিধি

বিএসএফের তরফে জানানো হয়েছে, ৭ সেপ্টেম্বর রাত প্রায় ৯টা ১০ মিনিট নাগাদ আন্তর্জাতিক সীমান্তে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন জওয়ানরা। দেখা যায়, এক পাকিস্তানি নাগরিক বেড়ার দিকে দ্রুত এগোচ্ছে। সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও সে থামেনি। পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠলে বিএসএফ জওয়ানরা গুলি চালিয়ে তাকে আটকে ফেলে।

   

পরে ধৃতের পরিচয় নিশ্চিত হয়, তিনি সিরাজ খান, পিতা জাহিদ খান, বাসিন্দা ভিলেজ ২৭ চক, তহশিল ভলওয়াল, জেলা সারগোধা, পাঞ্জাব, পাকিস্তান। তাঁর কাছ থেকে পাকিস্তানি মুদ্রাও উদ্ধার হয়েছে বলে বিএসএফ জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাটি নিয়ে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।

Advertisements

অনুপ্রবেশ রুখতে সদা তৎপর

বিএসএফের দাবি, সীমান্তে যেকোনও অনুপ্রবেশ প্রচেষ্টার জবাব দিতে তারা সর্বদা প্রস্তুত। সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে কোনওরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না।