Mahalaya: জি বাংলার মহালয়া নিয়ে কোন দেবীর রূপে কোন নায়িকা? ভক্তদের মধ্যে আগ্রহ তুঙ্গে হয়েছে

আর বেশিদিন বাকি নেই দুর্গাপূজা আসতে, আর দুর্গাপূজা আসার আগেই সবাই যে দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি সেটি হল মহালয়া (Mahalaya)। এবছর মহালয়া পড়েছে…

আর বেশিদিন বাকি নেই দুর্গাপূজা আসতে, আর দুর্গাপূজা আসার আগেই সবাই যে দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি সেটি হল মহালয়া (Mahalaya)। এবছর মহালয়া পড়েছে ২৫ শে সেপ্টেম্বর। ইতিমধ্যে প্রতিটি বাংলা টেলিভিশনের চ্যানেলগুলিতে তাদের মহালয়ার অনুষ্ঠানের চমক দেখতে পাওয়া গেছে। এই বছর মহিষাসুরমর্দিনী রূপে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত,শুভশ্রী গাঙ্গুলী ,সোনামণি সাহাসহ একাধিক জনপ্রিয় অভিনেত্রীদের দেখতে পাওয়া যাবে।

তবে মহালয়ার এই অনুষ্ঠানে জি বাংলা (Zee Bangla) দেবী দুর্গার যে গল্প নিয়ে আসছে সেটির নাম দেওয়া হয়েছে “সিংহবাহিনী ত্রিনয়ন” ।দেবী দুর্গার একাধিক রূপের বর্ণনা দেওয়া হবে, এখানে। মহিষাসুরমর্দিনী হয়েছেন টলি জগতের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সেই শুটিংয়ের ক্যামেরার পিছনের একটি ভিডিও চ্যানেলের তরফ থেকে তাদের ফেসবুক পেজে সম্প্রতি সামনে আনা হয়েছে।

যেখানে দেখা যাচ্ছে জি বাংলার ধারাবাহিকের অভিনেত্রীরা দেবী দুর্গার একাধিক রূপে সজ্জিত হয়েছেন। যেখানে রয়েছে মিঠাই, উমা, গৌরী, হংসিনী, রঞ্ঝা প্রমুখরা। প্রত্যেককে আলাদা আলাদা দেবীর রূপ দেখা যাবে। তাই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় নায়িকাদের নানান দেবীর রূপে দেখতে পাওয়ার জন্য।

প্রসঙ্গত সেই ভিডিওটিতে “এই পথ যদি না শেষ হয়” এর নায়িকা উর্মিকে কোথাও দেখা যায়নি। তাই জন্য উর্মির ভক্তদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এই ভেবে যে তাদের প্রিয় নায়িকা কি এবারে কোন দেবীর চরিত্রে অভিনয় করেননি!