Yash- Priyanka: দর্শকদের মন জয় করতে আসছে টলিউডের নতুন জুটি যশ-প্রিয়াঙ্কা

13

বর্তমানে ভাগ্য বেশ সাথ দিচ্ছে বাংলা সিনেমার অন্যতম অভিনেতা যশের(Yash dasgupta)। কিছুদিন আগেই জানতে পারা গেছে যে অভিনেতা টলিউডের সাথে সাথে বলিউড জগতেও প্রবেশ করতে চলেছে। আগামী বছরে হিন্দি সিনেমা ‘ইয়ারিয়া 2’ সিনেমার মাধ্যমে বলিউড জগতে অভিষেক ঘটতে চলেছে যশের এবং এই সিনেমার পরিচালনায় রয়েছেন রাধিকা রাও ও বিনয় সাপরু। কিন্তু এদিকে আবার জানতে পারা যাচ্ছে অভিনেতার অপর বাংলা সিনেমার মুক্তি আসন্ন। অবশেষে মুক্তি পেলো বাংলা সিনেমা ‘তোকে ছাড়া বাঁচবো না’। আগামী ২৫শে নভেম্বর এই সিনেমা মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। ইতিমধ্যেই এই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে নেট দুনিয়ায়। বলা যেতে পারে অভিনেতাকে এই সিনেমাতে তার চিরাচরিত ছকের জুটি থেকে বেরিয়ে এসে নতুন জুটিতে দেখতে পাবে দর্শকেরা অভিনেতাকে।

https://fb.watch/gU9azLdvrr/

প্রথমবারের মতো অভিনেতার অপরপ্রান্তের অভিনেত্রী হয়ে জুটি বাধঁতে চলেছে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তথ্যসূত্রে জানতে পেরে গিয়েছে যে, করোনা পর্ব শুরুর আগে এই ছবির শ্যুটিং সরেছিলেন দুজনে, তবে ছবির নাম ঠিক ছিল না। পোস্টারের ক্যাপশনে লেখা- ‘ভালোবাসা যখন কোন বাধা মানে না, তখন মন বলে তোকে ছাড়া বাঁচবো না’। সিনেমার ট্রেলারে দেখতে পাওয়া যাচ্ছে, ভালোবাসার সম্পর্ক কিন্তু তার মধ্যে রয়েছে নানা ঘাত-প্রতিঘাত।.এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন শ্বেতা ভরদ্বাজ এবং পুনম ঝা। এই সিনেমার ট্রেলার এবং পোস্টার দেখে সিনেমা সমালোচকেরা ভাবছেন যে, সিনেমা সহ নতুন জুটিকে বাংলা সিনেমাপ্রেমীরা ঠিক কতটা কাছের করে নিতে পারবে?

(সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে পান। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram এবং Facebook পেজ)