Oscar:অস্কার দৌড়ে বাঙালি পরিচালকের তথ্যচিত্র

সূর্যের ‘জয় ভীম’ অস্কার মনোনীত না হওয়ায় খানিকটা ভেঙেই পড়েছিলেন ভারতীয় সিনেপ্রেমীরা। শিকে ছেঁড়েনি মোহনলালের ‘মারাক্কার: আরাবিকাদালিন্তে সিংহম’ ছবির ভাগ্যেও। কিন্তু মঙ্গলবার রাতে সিনেপ্রেমীদের স্বস্তি…

সূর্যের ‘জয় ভীম’ অস্কার মনোনীত না হওয়ায় খানিকটা ভেঙেই পড়েছিলেন ভারতীয় সিনেপ্রেমীরা। শিকে ছেঁড়েনি মোহনলালের ‘মারাক্কার: আরাবিকাদালিন্তে সিংহম’ ছবির ভাগ্যেও। কিন্তু মঙ্গলবার রাতে সিনেপ্রেমীদের স্বস্তি দিয়ে অস্কারের জন্য মনোনীত হয় ভারতীয় এক তথ্যচিত্র। নাম ‘রাইটিং উইথ ফায়ার’। ছবিটি পরিচালনা করেছেন দুজন পরিচালক। তাঁদের মধ্যে একজন বাঙালি।
তথ্যচিত্রের বাঙালি পরিচালকের নাম সুস্মিত ঘোষ। ছবির অন্য পরিচালক হলেন রিন্টু থমাস। দু’জনেরই এটি প্রথম ছবি।

তথ্যচিত্রটি একটি খবরের কাগজকে নিয়ে। নাম ‘খবর লহরিয়া’। এটি চালান দলিত মহিলারা। দলিত মহিলাদের দ্বারা চালিত এটি ভারতের একমাত্র খবরের কাগজ। কাগজের প্রধান সাংবাদিক মীরা তথ্যচিত্রের কেন্দ্রীয় চরিত্র। এছাড়া ‘খবর লহরিয়া’র ছাপা কাগজ থেকে ডিজিটাল-মাধ্যমে রূপান্তরও উঠে এসেছে এই তথ্যচিত্রে। এছাড়া তথ্যচিত্রে উছে এসেছে দলিত মহিলাদের লড়াই, অধিকার রক্ষার দাবিতে আন্দোলন ইত্যাদি।

   

অস্কারের তালিকায় নাম ওঠার পর পরিচালক রিন্টু থমাস একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে নিজের উচ্ছ্বাস ব্যক্ত করেন তিনি। তবে অস্কার প্রথম এই ছবির আন্তর্জাতিক মনোনয় নয়। ছবিটি ইতিমধ্যেই কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। আমেরিকায় সানডান্স উৎসবে তথ্যচিত্রটি দেখানো হয়। সেখানে পুরস্কারও পেয়েছে ‘রাইটিং উইথ ফায়ার’। এছাড়া বেলফাস্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ক্র্যাকো ফিল্ম ফেস্টিভ্যালের মতো জায়গাতেও পুরস্কার পেয়েছে এই তথ্যচিত্রটি। স্বভাবতই এই তথ্যচিত্রের অস্কার জয় সম্পর্কে আশাবাদী অনেকেই।