Arijit Singh: সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত গায়ক হয়েও কেন সাধারণ অরিজিৎ! কারণ জানলে চমকে উঠবেন

তার কারণ অবশ্য জানা যায়নি। এতক্ষণে নিশ্চয় বুঝে গিয়েছেন কার কথা বলছি, হ্যাঁ ঠিকই ধরেছেন তিনি আমাদের সকলের প্রিয় অরিজিৎ সিং (Arijit Singh)।

Arijit Singh, the popular Indian singer, smiling for the camera.

সম্প্রতি ট্রেনে করে প্রথমবার উত্তরবঙ্গ গিয়েছেন তিনি, সাথে ছিলেন গ্রামের প্রায় ২০ জন মানুষ। তবে তারা কেউই তাঁর আত্মীয় কিংবা বন্ধু নয়, কিন্তু তাও নিজের সাথেই নিয়ে গিয়েছেন সকলকে। বিশ্ব বিখ্যাত গায়ক গাড়িতে কিংবা প্লেনে চেপে যাননি উত্তরবঙ্গ কিংবা যাননি বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে। তিনি গিয়েছেন সাধারণ এক্সপ্রেস ট্রেনে চেপেই।

আর প্রিয় গায়ককে দেখার জন্য মধ্য রাতে শিলিগুড়ি স্টেশনে ছিল উপচে পড়া ভিড় তা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। কিন্তু অনেকের মনেই প্রশ্ন এতো টাকা উপার্জন করা সত্ত্বেও তিনি সামান্য এক্সপ্রেস ট্রেনে কেনো! তার কারণ অবশ্য জানা যায়নি। এতক্ষণে নিশ্চয় বুঝে গিয়েছেন কার কথা বলছি, হ্যাঁ ঠিকই ধরেছেন তিনি আমাদের সকলের প্রিয় অরিজিৎ সিং (Arijit Singh)।

উচ্চতার হিমালয় স্পর্শ করেও তিনি এখনও রয়েছেন সেই ভেজা মাটিতেই। শুধু তাই নয়, তিনি নাকি এসির ঠান্ডা হওয়ার থেকে ফ্যানের মিদু হওয়াতেই বেশি সন্তুষ্ট। কিন্তু এও কি সম্ভব! হ্যাঁ, সবই সম্ভব। তবে তিনি অতি সাধারণ জীবনযাপন করতে পছন্দ করলেও তাঁর অনুষ্ঠানের টিকিট কাটতে রীতিমতো হিমশিম খান সাধারণ মানুষ। কিন্তু যার জীবন এতটা আড়ম্বরবিহীন তাঁর শো দেখতে এতো টাকা কেন?

এই প্রশ্নই থাকে সকলের মনে। কিন্তু আজকের এই প্রতিবেদন পড়ার পরে আপনার মনে কোনো প্রশ্ন থাকবে না, কারণ তিনি নিজে কোনো টাকায় নেন না। বরং যা আয় হয় তাঁর বেশির ভাগটাই দান করে দেন গরীব দুস্থদের মধ্যে। বিভিন্ন আশ্রম থেকে শুরু করে গরীব শিশুদের পড়াশোনা অসুখ সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এই কিংবদন্তী গায়ক।