Iman Chakraborty: বন্ধ গায়িকা ইমনের ইউটিউব চ্যানেল, কিন্তু কেন!

বাংলা সঙ্গীত জগতের প্রজন্মের শিল্পীদের মধ্যে অন্যতম জনপ্রিয় ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। তাঁর গানে মুগ্ধ গোটা বাংলা শুধু তাই নয় পেয়েছেন আন্তর্জাতিক সম্মানও।

Imon Chakraborty - Bengali Singer

বাংলা সঙ্গীত জগতের প্রজন্মের শিল্পীদের মধ্যে অন্যতম জনপ্রিয় ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। তাঁর গানে মুগ্ধ গোটা বাংলা শুধু তাই নয় পেয়েছেন আন্তর্জাতিক সম্মানও। যদিও তিনি রাতারাতি সাফল্যের শিখরে পৌঁছে যাননি তার পিছনে রয়েছে বহুদিনে তপস্যা যা তাকে ধীরে ধীরে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।

তবে বরাবরই তিনি সমানের মাধ্যমে চর্চার মূল বিষয় হয়ে থেকেছেন কখনো তাঁর বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ এসেছে কখনো আবার এসেছে কটুক্তি। তবে সেই সবের তোয়াক্কা না করে তিনি নিজের কাজ করে গেছেন। সঙ্গে জগতের পাশাপাশি তার রয়েছে একটি নিজস্ব ইউটিউব চ্যানেল যার মাধ্যমে তিনি প্রায়ই নিজের এবং নতুন অনামি গায়ক গায়িকাদের বিভিন্ন গান প্রকাশ করে থাকেন।

   

তবে সম্প্রতি যা ঘটেছে তাতে হতবাক গায়িকা রাতারাতি উধাও হয়ে গিয়েছে তার ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এমনটাই অভিযোগ তুলেছেন তিনি। উল্লেখ্য বর্তমানে ইউটিউব ফেসবুকের মতো সামাজিক মাধ্যমগুলি মানুষের কাছে পৌঁছানোর এবং নিজের মনের কথা অন্যান্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম। সুলতাই নয় অনেকেই রাতারাতি ভাইরাল হয়েছেন এই সমাজের মাধ্যমে দৌলতে ঠিক যেমন রানাঘাটের রানু মন্ডল।

তবে এইভাবে একজন গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেল রাতারাতি বন্ধ হয়ে যাওয়ার কারণে স্তম্ভিত সকলে। তিনি আরো জানিয়েছেন,” আমি কিংবা আমার টিম কোন রকম আগাম সতর্কবাণী পাইনি চ্যানেল এর পক্ষ থেকে তাই কি কারণে আমার চ্যানেলটি বন্ধ করা হয়েছে তা আমি এখনো পর্যন্ত জানি না”।