ইচ্ছা থাকলেও কেন লতার শেষকৃত্যে দেখা মেলেনি জয়-ভীরুর

কলকাতা: মা সরস্বতী চিন্ময়ী রূপ ত্যাগ করে চলে গিয়েছেন সুরলোকে। তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে হাজির ছিলে বলিউডের তারকা সহ হাজার হাজার মানুষ।…

Sholay Movie

কলকাতা: মা সরস্বতী চিন্ময়ী রূপ ত্যাগ করে চলে গিয়েছেন সুরলোকে। তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে হাজির ছিলে বলিউডের তারকা সহ হাজার হাজার মানুষ। কিন্তু সেই ভিরে দেখা মেলেনি অমিতাভ ও ধর্মেন্দ্রের। অথচ লতাজির সঙ্গে এই দুই তারকার শুধু ব্যক্তিগত নয়, সম্পর্ক ছিল ব্যক্তিগতও। তাহলে কেন সেদিন এই দুই সুপারস্টারের দেখা মেলেনি।

সূত্রের খবর, মূলত কোভিড বিধি বজায় রাখতে লতার শেষকৃত্যে থাকেননি অমিতাভ। বর্তমান পরিস্থিতিতে নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তিনি ভিড়ের মধ্যে শেষকৃত্যে উপস্থিত হননি। যদিও রবিবার সকালে লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর শুনে, ওঁনার বাড়িতে ছুটে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। ধবধবে সাদা পাঞ্জাবি, মুখে মাস্ক, গায়ে ঘিয়ে চাদর জড়িয়ে পাপারাৎজিদের ভিড় ঠেলে প্রয়াত গায়িকাকে শেষ বারের মতো দেখতে। ‘প্রভু কুঞ্জে’ গিয়ে প্রয়াত গায়িকার পরিবার-পরিজনের সঙ্গে কথা বলেন অমিতাভ। বেশ কিছুক্ষণ সময় কাটান তাঁদের সঙ্গে। ‘বিগ বি’-র সঙ্গী হয়েছিলেন তাঁর কন্যা শ্বেতা বচ্চন নন্দা।

অন্যদিকে ধর্মেন্দ্র প্রিয় লতাজিকে মৃত্যুশয্যায় দেখার সাহস জোগাতে পারেননি, তাই তিন তিন বার পোশাক পরে তৈরি হয়েও যেতে পারেননি তিনি। এ বিষয়ে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ধর্মেন্দ্র জানান, লতাজির মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছিলেন তিনি। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। প্রতিবার পোশাক পরে তৈরি হয়ে চৌকাঠ পেরোনোর চেষ্টা করেছেন। কিন্তু পারেননি। প্রিয় লতাজিকে মৃত্যুশয্যা দেখতে হবে, একথা ভেবেই পা দু’টো যেন আটকে যাচ্ছিল।

রবিবার মুম্বইয়ের শিবাজি পার্কে গান স্যালুটে বিদায় জানানো হয় কোকিলকণ্ঠীকে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পাশাপাশি উপস্থিত ছিলেন শাহরুখ খান, শচীন তেণ্ডুলকর, রণবীর কাপুর, বিদ্যা বালনের মতো তারকারা।