‘সরস্বতীর বিসর্জন!’ সুর সম্রাজ্ঞীকে টলিপাড়ার শ্রদ্ধাজ্ঞাপন

লতা মঙ্গেশকর। স্বয়ং মা সরস্বতীর সঙ্গে যাঁর তুলনা করা হয়। মৃন্ময়ী দেবী সরস্বতীর নিরঞ্জনের সঙ্গেই পঞ্চভূতে গড়া শরীর ছেড়ে সুরলোকে পাড়ি দিলেন মাটির পৃথিবীর জীবন্ত…

lata-tollywood

লতা মঙ্গেশকর। স্বয়ং মা সরস্বতীর সঙ্গে যাঁর তুলনা করা হয়। মৃন্ময়ী দেবী সরস্বতীর নিরঞ্জনের সঙ্গেই পঞ্চভূতে গড়া শরীর ছেড়ে সুরলোকে পাড়ি দিলেন মাটির পৃথিবীর জীবন্ত দেবী সরস্বতী লতা মঙ্গেশকরও। সরস্বতীর মর্ত্য থেকে চলে যাওয়ায় শোকস্তব্ধ টলিপাড়া। ভারতরত্নের স্মৃতিচারণায় বাংলার অভিনেতা-অভিমেত্রীরা।

রবিবার সকালে সুরলোকে পাড়ি দিলেন মা সরস্বতীয় চিন্ময়ী রূপ। এরপরই সোশ্যাল মিডিয়ায় একে একে গায়িকাকে শ্রদ্ধা জানান টলিতারকারা। যেমন দুঃখপ্রকাশ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, “ আজীবন আমাদের হৃদয়ে লতাজি আপনি আর আপনার গান থেকে যাবে। লতাজির পরিবার, বন্ধু ও শুভাকাঙ্খীদের সমবেদনা।” বুম্বাদার সহধর্মীনি লেখেন, “আমাদের সরস্বতী পুজো শেষ হতেই তার আত্মা দেহ ছাড়ল। আমাদের জীবন্ত সরস্বতী আর নেই।”। দেব শোকজ্ঞাপন করে লিখেন, ‘ভারতীয় সঙ্গীত জগতে এক যুগের অবসান, চলে গেলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, না ফেরার দেশে ভাল থাকবেন।” । জিৎ টুইটে লিখেছেন, “কুইন অব মেলোডি! তাঁর আত্মার শান্তি কামনা করি।”

“লতাজি আমাদের গর্ব। আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার স্বপ্ন। ওনার সবকিছুই আমার কাছে স্বপ্নের মতো। উনি আমাদের কাছে বিস্ময়ের মতো। ওনার চলে যাওয়া আমাদের কাছে…..একটা বড় জায়গা শূন্য হল। ওটা কোনওদিনও পূরণ হবে না। লতাজি একটা স্তম্ভ। যার সামনে আমরা সবাই মাথানিচু করি। উনি আমার একটা গান প্লেব্যাক করেছিলেন। এটাই আমার জন্য সৌভাগ্য।” শোকপ্রকাশ ট্যুইট করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অন্যদিকে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন, “সরস্বতীর বিসর্জন!” সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “ভাল থেকো সরস্বতী।”

টুইটে সুরসম্রাজ্ঞীকে প্রণাম জানিয়েছেন প্রিয়াঙ্কা সরকার। তিনি লেখেন, “জীবন গান থমকে গিয়েছে জানি, তবু সুরের আকাশ জুড়ে তোমারই যাওয়া আসা, সুরের আকাশে শুকতারা তুমি, গানের হৃদয়ে ভালোবাসা। লতা মঙ্গেশকর, জানাই চির অম্লান প্রণাম।” এদিকে লতা মঙ্গেশকরের গানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তারকা-সাংসদ মিমি চক্রবর্তী।

ট্যুইটে পুরনো স্মৃতি ভাগ করে নিয়েছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। লিখেছেন, “একটা সময়ে আমার ঠাকুরদা আর লতাজি প্রতিবেশী ছিলেন একটা সময়ে। বাবার কাছে শুনেছি ওনার সংগীত চর্চার গল্প। কীভাবে লতাজি জন্মদিনে বাবাকে উইশ করতেন সেই গল্পও শুনেছি।” শোকপ্রকাশ করেছেন অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। লিখেছেন, “লতা মঙ্গেশকরের প্রয়াণে এক যুগের অবসান হলো। ভারতীয় সঙ্গীত জগৎ আজ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন। আমরা যা হারালাম, তার আঘাত আমায় স্তব্ধ করেছে, আমার পরম সৌভাগ্য যে ছোটবেলাতে তার গাওয়া ২-৩ টি ছবির গানে আমি অংশ হতে পেরেছিলাম, তা আমার চির সম্পদ। মহা মানবী কে জানাই চির প্রণাম।