ছেলে নাগা বিয়েতে কী বহুমূল্য উপহার দিলেন নাগার্জুন?

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগার্জুনের (Nagarjuna) ছেলে নাগা চৈতন্য (Naga Chaitanya) শিগগিরই বিয়ে করতে চলেছেন। তার হবু বধূ হচ্ছেন শোভিতা ধুলিপালা (Sobhita Dhulipala) । বিয়ের এই…

nagarjun

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগার্জুনের (Nagarjuna) ছেলে নাগা চৈতন্য (Naga Chaitanya) শিগগিরই বিয়ে করতে চলেছেন। তার হবু বধূ হচ্ছেন শোভিতা ধুলিপালা (Sobhita Dhulipala) । বিয়ের এই আনন্দময় মুহূর্তে নাগার্জুন তার ছেলে এবং পুত্রবধূকে একটি মূল্যবান উপহার দিতে চলেছেন। জেনে নিন কী এই উপহার। 

   

নাগার্জুন (Nagarjuna) তাঁর ছেলের বিয়েতে একটি গাড়ী উপহার দিতে যাচ্ছেন যার মূল্য ২.৫ কোটি টাকা। এটি একটি বিলাসবহুল গাড়ী। নাগার্জুন সেই গাড়ী হায়দরাবাদের আরটিএ অফিসে রেজিস্ট্রেশন করতে গিয়েছিলেন। এই গাড়িটি বিয়ের দিন নাগা চৈতন্য (Naga Chaitanya) এবং শোভিতা ধুলিপালাকে (Sobhita Dhulipala) দেওয়া হবে।

জানা গিয়েছে ৪ ডিসেম্বর হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে নাগা চৈতন্য (Naga Chaitanya) ও শোভিতার (Sobhita Dhulipala) বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিয়ে নিয়ে সবাই বেশ উত্তেজিত, কারণ নাগা চৈতন্য দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা । এরই মাঝে, সোশ্যাল মিডিয়াতে নাগা-শোভিতার গায়ে হলুদ অনুষ্ঠানের কিছু ছবিও ভাইরাল হয়েছে। ছবিগুলোতে নাগা-শোভিতা দুজনকেই খুব আনন্দিত দেখা যাচ্ছেন। 

প্রসঙ্গত, নাগা চৈতন্য (Naga Chaitanya) তার বিয়ে সম্পর্কে মিডিয়াকে জানিয়েছেন, কিভাবে তিনি এবং শোভিতা প্রথম একে অপরের সঙ্গে পরিচিত হন। তিনি জানান, একটি ওটিটি শো লঞ্চে শোভিতার সঙ্গে প্রথম দেখা হয়। সেখানে কিছুক্ষণ কথা হওয়ার পর তাদের বন্ধুত্ব গড়ে ওঠে,পরে তারা একে অপরকে আরও ভালোভাবে জানতে শুরু করেন। নাগা আরও বলেন, শোভিতার সঙ্গে তার আচরণ এবং চিন্তা-ধারণার মিল ছিল, যা তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

উল্লেখ্য, নাগা চৈতন্যের (Naga Chaitanya) এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন, তবে কয়েক বছর পর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।