শাহরুখের সঙ্গে একই মঞ্চে সঞ্চালনা নিয়ে কি লিখলেন ভিকি?

আবু ধাবিতে IIFA Awards শো তে চাঁদের হাট বসেছে। সেখানে হাজির হয়েছে বলিউড থেকে শুরু করে নামী শিল্পীরা। IIFA Awards শো তে সঞ্চালক হিসাবে শাহরুখের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছেন ভিকি কৌশল(Vicky on Shah Rukh)। তাদের সঙ্গে করণ জোহারও ছিলেন সঞ্চালক দায়িত্বে।

শাহরুখের সঙ্গে একই মঞ্চে সঞ্চলনা নিয়ে ভিকি কৌশল তার সমাজ মাধ্যমে লেখেন , ‘স্টেজে পারফরমেন্স এবং সঞ্চালনার মাধ্যমে ওঁকে ম্যাজিক তৈরি করতে দেখে বড় হয়েছি। সেই থেকে গতকাল রাতে একই স্টেজে দুজনে। আর সেই ম্যাজিকের অংশ হলাম। অনেকগুলো স্বপ্ন পূরণ হয়ে গেল। ধন্যবাদ শাহরুখ স্যার। আপনার মতো না কেউ আছে, আর না কেউ হবে।’

   

শুধু তাই নয় শাহরুখের সঙ্গে এক মঞ্চে সঞ্চালনার এক গুচ্ছ ছবি পোস্ট করেন। ছবি গুলিতে কখনও শাহরুখ খান ভিকি কৌশলকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন , আবার কখনো একসঙ্গে নাচ করছেন ।
প্রসঙ্গত, IIFA Awards শো তে সেরা অভিনেতা শাহরুখ খান, অন্যদিকে সেরা অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। সেরা ছবি অ্যানিম্যাল। অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে পারফর্ম করলেন কৃতী স্যানন, নোরা ফতেহি, শাহিদ কাপুররা। সেখানে নজর কেড়েছেন রেখা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন