“বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে”- বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটোর কথায় বন্ধুরা যাই কাজ করে থাকুক না কেন, তা ভালো হোক কিংবা খারাপ সবকিছুতেই থাকে একতা। এমনই এক বন্ধুত্বের কাহিনী নিয়ে আসতে চলেছে সুরাজ আর. বার্যাত্যা। চলতি বছরের আসন্ন মাসের ১১ তারিখে বলিউড জগতে মুক্তি পেতে চলেছে ‘উচাই’ (Uunchai) নামের এক সিনেমা।
এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছে অমিতাভ বচ্চন, অনুপম খের,বমন ইরানি, নিনা গুপ্তা, ড্যানি ডেনজংপা এবং আরও অনেকে। এই সিনেমাটি মূলত বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে। এক বন্ধুর স্বপ্নপূরণ করতে বাকি তিন বন্ধুদের অদম্য চেষ্টার গল্প চোখে জল এনে দিতে পারে।
সবেমাত্র কয়েক ঘন্টা হয়েছে এই সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। অবিশ্বাসের মতো কয়েক ঘণ্টার মধ্যে লাইক পেরিয়েছে এক লাখের উপরে। ট্রেলার দেখে দর্শকদের ইতিবাচক সাড়ায় উৎসাহিত প্রযোজক ও পরিচালকসহ সিনেমার সকল কলাকুশলীরা।
ট্রেলারটি দেখে বোঝা যাচ্ছে, এক বন্ধুর ইচ্ছাপূরণের স্বার্থে বাকি বন্ধুরা যাত্রা করছে এভারেস্টের শিখরে মৃত বন্ধুর অস্থি বিসর্জনের জন্য। এখন দেখার বিষয় এটাই যে, চোখে জল আনা এই ট্রেলারটি কতটা মন ভিজাতে পারবে দর্শকদের?