Urvashi Rautela: নীল বিকিনি সঙ্গে সোনার গয়না, মলদ্বীপ বিচের তাপমাত্রা বাড়াল উর্বশী

উর্বশী রাউতেলা আর সেনসেশন একে অপরের সমার্থক। শাড়ি হোক বা বিকিনি কীভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয় খুব ভালো মতই জানেন তিনি। তাছাড়া পোশাকের বিষয়ে সবসময়েই…

Urvashi Rautela

উর্বশী রাউতেলা আর সেনসেশন একে অপরের সমার্থক। শাড়ি হোক বা বিকিনি কীভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয় খুব ভালো মতই জানেন তিনি। তাছাড়া পোশাকের বিষয়ে সবসময়েই সাহসিকতার পরিচয় দেন। উর্বশীর (Urvashi Rautela) ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলেই তা স্পষ্ট হয়। আর এই ইনস্টগ্রামে সম্প্রতি ডীপ ব্লু কালারের বিকিনি পরে একটি ছবি শেয়ার করেছেন তিনি। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে।

ছুটি কাটাতে মলদ্বীপে গিয়েছেন উর্বশী রাউতেলা। সেখান থেকে এই ছবিটি পোস্ট করেছেন তিনি। তবে শুধু ছবি না। বিকিনির সঙ্গে ভারী সোনার গয়না পরে নতুন ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেছেন তিনি।

Urvashi Rautela

Advertisements

ফ্যাশন স্টেটমেন্ট এবং বিলাসবহুল জীবনযাত্রার বরাবরই চর্চায় থাকেন উর্বশী। কিছুদিন আগে ‘আরব ফ্যাশন উইকে’ চুল থেকে পা অবধি হিরে আর সোনায় মোড়া মণিমুক্তোখচিত গাউনে সকলের নজর কেড়েছেন তিনি। যার দাম ৪০ কোটি টাকা। ক্লিওপেট্রার আদলে এই পোশাকের ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।