ATK Mohun Bagan: বাগানের জন্য সমস্যায় পড়বে ভারত: ইগোর স্টিম্যাচ

ইন্ডিয়ান সুপার লিগের দৌলতে উঠে এসেছেন একাধিক উদীয়মান ফুটবলার। কিন্তু তাতেও সুবিধা হচ্ছে না জাতীয় দলের কোচ ইগোর স্টিম্যাচের। আলাদা করে নাম নিয়েছে এটিকে মোহন…

ইন্ডিয়ান সুপার লিগের দৌলতে উঠে এসেছেন একাধিক উদীয়মান ফুটবলার। কিন্তু তাতেও সুবিধা হচ্ছে না জাতীয় দলের কোচ ইগোর স্টিম্যাচের। আলাদা করে নাম নিয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) এবং মুম্বই সিটি (Mumbai City) এফসির।

১৯৯৮ সালের ক্রোয়েশিয়ার বিশ্বকাপার ইগোর স্টিম্যাচের পাখির চোখ এখন এএফসি এশিয়ান কাপ। টিম ইন্ডিয়াকে আগামী দিনে খেলতে হবে তৃতীয় এবং চূড়ান্ত রাউন্ড কোয়ালিফায়ারে। ৮, ১১ এবং ১৪ জুন কলকাতার মাঠে খেলা। তার আগে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কোচের কপালে। যদিও বলেছেন, ‘চূড়ান্ত লক্ষ্যের দিকে তাকিয়ে এগিয়ে যেতে হবে। ধাপে ধাপে। বিশ্ব কাপে খেলার স্বপ্ন আমাদের দেখতে হবে।’

ATK Mohun Bagan
দুশ্চিন্তায় কোচ ইগোর স্টিম্যাচ।

টুর্নামেন্টের কথা মাথায় রেখে এগোতে চাইলেও প্রত্যেক ফুটবলারকে হয়তো পাবেন না স্টিম্যাচ। কারণ অনেকেই তখন যুক্ত থাকবেন ক্লাব ফুটবলের সঙ্গে। এপ্রিল কিংবা মে মাসের শেষের দিক পর্যন্ত ক্লাব ফুটবলে ব্যস্ত থাকতে পারেন ফুটবলাররা। 

‘যদি এটিকে মোহন বাগান এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করে, তাহলে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত একাধিক ফুটবলারের সার্ভিস পাবো না।’ বলেছেন ভারতের জাতীয় দলের কোচ। ‘মার্চে আইএসএল শেষ হলেও, মুম্বই সিটি এফসি খেলোয়াড়রা এপ্রিলের শেষ পর্যন্ত তাদের ক্লাবের প্রতি প্রতিশ্রুতি বদ্ধ থাকবেন।’ কোচের সংশয় দুই দলের দশ থেকে বারোজন ফুটবলারকে সঠিক সময়ে শিবিরে পাওয়া যাবে না।