TV serial: নায়ক ও পিয়নের প্রেম নিয়ে আসছে ‘সাহেবের চিঠি’

Saheb's letter

সময় এগোচ্ছে তার নিজের স্রোতে। আর তারই মধ্যে নিত্যনতুন ধারাবাহিক আসছে বাংলা চ্যানেলগুলোতে। আর সেই সব ধারাবাহিকে কার কত টিআরপি তাই নিয়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই। এবার জানা গিয়েছে, স্টার জলসায় (Star Jalsa) আসছে নতুন প্রেমের গল্প ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi)। প্রেম শুরু ডাক পিয়নের হাত ধরে। বাংলা সেরা আইকন সাহেব আর আর ডাক পিয়ন চিঠির কাছে আসার থেকে শুরু গল্পের। আগামী ২৭ জুন থেকে শুরু এই নতুন ধারাবাহিক টি।

Advertisements

প্রতিদিন সোম থেকে রবি সন্ধ্যে ৬.৩০ টা নাগাদ দেখা যাবে এই সিড়ি সিরিয়ালটি। বর্তমানে সন্ধ্যে সাড়ে ছটায় দেখানো হয় বৌমা একঘর। কিন্তু সেই সময় পরিবর্তিত হয়ে বৌমা একঘর দেখানো হবে রাত সাড়ে দশটায়। আর সেই জায়গায় আসবে সাহেবের চিঠি।

দর্শকদের মাতিয়ে রাখতে প্রথমবার টেলিভিশনে জুটি বাঁধছেন প্রতিক সেন ও দেবচন্দ্রিমা সিংহ রায়। ধারাবাহিকে দেখা যাবে পিয়নের কাজ করছেন দেবচন্দ্রিমা। আর সাহেবের চরিত্রে রয়েছেন প্রতীক। যিনি পঙ্গু অর্থাৎ তার একটি পা নেই। সাহেব নামজাদা নায়ক, গায়ক এবং খেলোয়াড়। তাঁকে এক ঝলক দেখার জন্য বাড়ির সামনে ভিড় জমে। অন্যদিকে দেবচন্দ্রিমা পিয়নের চাকরিতেই চলে গোটা সংসার।

Advertisements

আগামী ২৭ জুন থেকে ধারাবাহিকটি শুরু হলেই, জানা যাবে সাহেব ও দেবচন্দ্রিমার আসল প্রেমের কাহিনী। কেন জনসমক্ষে আসতে চান না সাহেব! তার উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের মধ্যেই।