স্কুল জীবনের প্রেমের স্মৃতিতে ডুব Trina-র! প্রথম প্রেম নিয়ে বিস্ফোরক নায়িকা

Trina Saha: ‘একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার আগে আমার প্রথম প্রেম। তারপরে যা হয়..ভীষণ খারাপ রেজাল্ট হয়েছিল। কার্যত ফেল করতে করতে বেঁচেছিলাম। তারপরে দ্বাদশ শ্রেণীর ফাইলানের…

Trina

Trina Saha: ‘একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার আগে আমার প্রথম প্রেম। তারপরে যা হয়..ভীষণ খারাপ রেজাল্ট হয়েছিল। কার্যত ফেল করতে করতে বেঁচেছিলাম। তারপরে দ্বাদশ শ্রেণীর ফাইলানের পরে মা ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। সেটা ছিল প্রথম প্রেম আমাদের। তারপরে নীলের সঙ্গে সম্পর্ক… বিয়ে। সেটা সবাই জানে। আমার সেই প্রেমিকের থেকেই প্রথম ভ্যালেন্টাইন্স ডে-র উপহারও পেয়েছিলাম। টিউশনের টাকা বাঁচিয়ে আমায় একটা হার আর লকেট কিনে দিয়েছিল। এই ধরণের উপহারগুলো সত্যিই খুব বিশেষ হয়। টিউশনের টাকা, টিফিনের টাকা বাঁচিয়ে দেওয়া ছোট্ট ছোট্ট উপহারগুলো মনে থেকে যায় চিরকাল। ওই উপহারটাও আনার কাছে ভীষণ স্পেশাল ছিল।’ স্কুল জীবনের প্রেমের স্মৃতিতে ডুব দিয়ে আর কী কী বলবেন তৃণা সাহা! সবটা শুনলে চমকে যেতে পারেন আপনিও।

স্কুল জীবনে খবরের কাগজের সঙ্গে প্রেমপত্র পেয়েছিলেন নায়িকা। ওই প্রেমপত্রটাই কি নীলের দেওয়া ! নায়িকার কথায়, ‘একটা ঘটনার কথা মনে পড়ে ভীষণ। ক্লাস সেভেনে পড়ি তখন। একান্নবর্তী পরিবারে বেড়ে উঠছি। আমাদের বাড়ি ছিল উত্তর কলকাতায়। তখনও ওখানে রাস্তা থেকে বারন্দায় ছুঁড়ে ছুঁড়ে কাগজ দেওয়ার চল ছিল। একদিন সেই কাগজের সঙ্গেই এল আমার জন্য একটা প্রেমপত্র। খুব সাধারণভাবেই নিয়ে পড়েছিলাম সেটা। তারপরে তো অবাক। আমার ঠিক উল্টোদিকের বাড়িতে একটা ছেলে থাকত.. কোনোদিন দেখা হয়নি অথচ সে নাকি আমার চোখের রঙটাও জানত। আমি নিজেই অবাক.. তার ওপর বাবা-মাকেও বিশ্বাস করাতে পারছিলাম না যে আমি মোটেই প্রেম করছি না।’ না তৃণার জীবনে প্রথম প্রেমপত্রটা তাঁর স্বামী নীলের দেওয়া নয়। দিয়েছিলেন অন্যকেউ। যদিও তৃণাকে নীল প্ৰথমে প্রেমপত্র দিয়েই প্রপোজ করেছিল।

   
Advertisements

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News