Travel story: পল্লব রাজাদের শিল্পনৈপুণ্যের দেখে চোখ ফেরাতে পারবেন না

mamallapuram

চেন্নাই থেকে ৭৬ কিমি দূরে কাঞ্চিপুরম ও ৬০ কিমি দূরে মামল্লাপুরম বা মহাবলীপুরম। কাঞ্চিপুরমে রয়েছে বিখ্যাত বৈকুণ্ঠ পেরুমল মন্দির, কামাক্ষাদেবী মন্দির, কৈলাসনাথ মন্দির। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত মামল্লাপুরম। এখানে পঞ্চরথ মন্দির, শাের টেম্পল, গুহামন্দির প্রভৃতি দর্শনীয়। শৈব ও বৈষ্ণবধর্মের তীর্থক্ষেত্র মহাবলীপুরম।

বেলাভূমির তীরেই শাের মন্দির। একই মন্দিরে পূজিত হন মহাদেব ও বিষ্ণু। সূর্যোদয় ও সূর্যাস্তের আলােয় রঙিন হয়ে ওঠেন মন্দিরের দেবতারা। পল্লব রাজাদের শিল্পনৈপুণ্যের সাক্ষর পঞ্চরথ মন্দির। এখানে রয়েছে অনুপম ভাস্কর্য আর শিল্পমণ্ডিত পাঁচটি মন্দির। মনে করা হয় এই মন্দিরগুলি পঞ্চপাণ্ডবের। মামল্লাপুরম থেকে ১৬ কিমি দূরে পক্ষিতীর্থম। দেখে নিন ব্যালান্সড রক। ওঠা যায় লাইট হাউসের ওপরও। এখানে একবার টিকিট কাটলেই সমস্ত দ্রষ্টব্য দেখা যাবে। বাসস্ট্যান্ডের কাছে রয়েছে পুরাতত্ত্ব মিউজিয়াম।

   

mamallapuram

যাওয়া- কলকাতা থেকে ট্রেনে চেন্নাই। চেন্নাই থেকে কাঞ্চিপুরম হয়ে বাসপথে মামল্লাপুরম। কাঞ্চিপুরম থেকে ৬৫ কিলােমিটার দূরে মামল্লাপুরম অবস্থিত। সময় লাগবে দেড় ঘণ্টা। এ ছাড়া চেঙ্গালপেট হয়ে বাস বদলেও মামল্লাপুরম আসা যায়। চেঙ্গালপেট থেকে মামল্লাপুরম ৩২ কিলােমিটার।

থাকা- মামল্লাপুরমে তামিলনাড়ু বিচ রিসর্ট কমপ্লেক্স (০৪৪-২৭৪৪২৩৬১), ভাড়া ২,৫০০ টাকা থেকে। প্রাইভেট হােটেল মামাল্লা ভবন (০৪৪–২৭৪৪২২৫০), ভাড়া ১,৪০০–১,৬০০ টাকা।

কেনাকাটা- পাথরে তৈরি স্কাল্পচার ঘর সাজানাের জন্যে কিনতেই পারেন।

<

p style=”text-align: justify;”>খাওয়াদাওয়া- এখানে এলে বাবু’স ক্যাফে, ঈগলস নেস্ট, মামল্লা ভবনের কুইসিন খুবই প্রসিদ্ধ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন