আইসিসির ক্ষোভের মুখে BCCI 

BCCI: অধিনায়ক রোহিত শর্মার প্রথম টেস্ট সিরিজ জয়েও থেকে গেল আক্ষেপ। বেঙ্গালুরুর চিন্নাস্বামীর যে পিচে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যেকার দিনরাতের টেস্টটি আয়োজিত হয়েছিল সেই পিচটিকে…

India tops ICC men's Test team rankings

BCCI: অধিনায়ক রোহিত শর্মার প্রথম টেস্ট সিরিজ জয়েও থেকে গেল আক্ষেপ। বেঙ্গালুরুর চিন্নাস্বামীর যে পিচে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যেকার দিনরাতের টেস্টটি আয়োজিত হয়েছিল সেই পিচটিকে নিম্নমানের বলে ঘোষণা করে দিল আইসিসি। যার শাস্তিস্বরূপ চিন্নাস্বামী স্টেডিয়ামকে এক ‘ডিমেরিট পয়েন্ট’ দেওয়া হয়েছে।

আইসিসির ম্যাচ রেফারি জভগল শ্রীনাথ নিজের বিবৃতিতে বলেছেন, “পিচে প্রথম দিন থেকেই বল টার্ন করছিল। প্রতি সেশনে পিচের উন্নতি হলেও আমার মনে হয়েছে এই পিচে ব্যাট-বলে সমান লড়াই হয়নি।”

শ্রীনাথ আইসিসির কাছে নিজের রিপোর্ট পেশ করেছেন। তাঁর রিপোর্টের ভিত্তিতেই বেঙ্গালুরুর খাতায় এক ডিমেরিট পয়েন্ট যোগ করেছে আইসিসি। কোনও একটি নির্দিষ্ট ভেন্যু পাঁচ বছরে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে সেই ভেন্যুটি এক বছরের জন্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজন থেকে নির্বাসিত হতে পারে।

এই ম্যাচের সেরা হওয়া আইয়ারও সেকথা স্বীকার করে নিয়েছেন। ম্যাচ শেষে তার বক্তব্য ছিল, “এই পিচ খুব একটা ভাল নয়। বল ডিফেন্ড করার সময়ও ক্যাচ উঠে যাওয়ার ঝুঁকি থাকছিল। তাছাড়া পিচে বল ওঠানামাও করছিল।”