Monday, December 8, 2025
HomeEntertainmentজিতের পরিবারে নতুন সদস্য, উচ্ছাসে নেটিজেনরা

জিতের পরিবারে নতুন সদস্য, উচ্ছাসে নেটিজেনরা

- Advertisement -

টলিউড সুপারস্টার জিৎ, লাইমলাইটের কেন্দ্রে থেকেও যে কীভাবে ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে হয় তিনি জানেন। তাকে নিয়ে নেই কোনও গসিপ। স্ত্রী ও এক মেয়েকে নিয়ে গুছিয়ে করছেন সংসার। সেই সংসারে সোমবার সকালে এল নতুন সদস্য।

কয়েকদিন আগেই আবারও স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে শেয়ার করেছিলেন তিনি। প্রেগনেন্সি শুট করেছিলেন তিনি ও তার কন্যাও। তবে খুব দীর্ঘ হল না অপেক্ষা। জিতের স্ত্রী অন্তঃসত্ত্বা খবর পাওয়ার কয়েক ,সপ্তাহের মধ্যেই এল সুখবর। সোমবার সকালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

   

সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর শেয়ার করলেন অভিনেতা। লিখলেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, এই সুন্দর পৃথিবীতে আমরা পুত্র সন্তাকে স্বাগত জানিয়েছি। এভাবেই আশীর্বাদ করবেন। ভালবাসায়, নভন্যা, মোহনা ও জিৎ”। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখা মাত্রই শুভেচ্ছার বন্যা বইছে নেট দুনিয়ায়। সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই বেজায় খুশি। নতুন সদস্যকে ভালবাসায় ভরিয়ে তুলছেন সকলেই।

জিৎ এখন ব্যস্ত তার পরবর্তী ছবি মানুষ-এর কাজ নিয়ে। পুজোর আগেই পরিবারে খুশির খবর, আবারও বাবা হলেন জিৎ। অন্যদিকে, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিবারের খুশির খবর পেতেও অপেক্ষায় দিন গুনছেন সকলে। চলতি বছরই মা হবেন তিনি। মাত্র কিছু সপ্তাহের অপেক্ষা। সম্প্রতি ডান্স বাংলা ডান্স সেটে সাধ ভক্ষণ করেন শুভশ্রী, শেষ সপ্তাহ পর্যন্ত কাজ করেছেন তিনি। এই বাড়িতেই কাটছে তার অধিকাংশ সময়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular