Sunday, December 7, 2025
HomeEntertainmentTollywood: বিয়ের পর বদলে গেল ছেলের পদবী! নতুন যুগের গল্প বলবে এই...

Tollywood: বিয়ের পর বদলে গেল ছেলের পদবী! নতুন যুগের গল্প বলবে এই ছবি

- Advertisement -

আধুনিক যুগে পুরুষদের থেকে কোনও অংশে পিছিয়ে নেই মহিলারা। স্বামীর সঙ্গে পাল্লা দিয়ে তারা প্রতিদিন চাকরি করেন। শুধু বাইরের কাজই নয়,সন্তান মানুষ থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজ তারা দক্ষতার সঙ্গে সামলান। অথচ দুঃখের বিষয় হল সমাজে রীতি অনুযায়ী বিয়ের পর আনুষ্ঠানিক ভাবে আজও মেয়েদের ভাত কাপড়ের দায়িত্ব স্বামী নিয়ে থাকেন।

নিয়ম অনুযায়ী, মেয়েটির পদবীও বদলে যায়। আজকের আধুনিক সমাজ গলা ছেড়ে চিৎকার করে যতই বলুক না কেন যে নারী পুরুষ সমান সমান,তবু কার্যক্ষেত্রে তা দেখা যায়না। সমাজে এখনও মহিলাmaদের বিয়ের পর পাল্টে ফেলতে হয় তাদের পদবী। কিন্তু একবার ভাবুন তো,বিয়ের পর যদি হঠাৎ বদলে যেতো ছেলেটির পদবী,তাহলে কেমন হত? ঠিক এমনটাই ঘটেছে প্রীতম ওরফে বিক্রম অভিনীত চরিত্রটির জীবনে। বিয়ের পর তাঁর পদবী বদলে যায়। প্রীতম গুলিয়ে ফেলে তাঁর পদবী রায় না সেন?এমনই একটি অভিনব বিষয়কে কেন্দ্র করে তৈরি হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মের নতুন ছবি ‘কুলের আচার’।

   

শুক্রবারই হয়ে গেল ‘কুলের আচার’ এর শুভ মহরৎ। ছবিটি পরিচালনা করেছেন সুদীপ দাস। মহরতে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। একটি মেয়ে যে বিয়ের পর তাঁর পদবী বদলাতে আগ্রহী নয়, এই জায়গা থেকেই শুরু হবে ছবির চিত্রনাট্য। ছবিতে প্রথমবার বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধলেন মধুমিতা সরকার। মধুমিতার শ্বশুর,শাশুড়ি চরিত্রে দেখা যাবে ইন্দ্রানী হালদার এবং নীল মুখোপাধ্যায়কে। ছবির শ্যুটিং শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular