Virat Kohli: বিরাট শূণ্যতায় হেরে গেল ভারত

প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-২ আগেই হেরেছিল বিরাট কোহলির (Virat Kohli) টিম ইন্ডিয়া। শুক্রবার তিন ম্যাচের ওডিআই সিরিজে যা কেএল রাহুলের নেতৃত্বতে ভারত…

India lost to South Africa due to the absence of Virat Kohli

প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-২ আগেই হেরেছিল বিরাট কোহলির (Virat Kohli) টিম ইন্ডিয়া। শুক্রবার তিন ম্যাচের ওডিআই সিরিজে যা কেএল রাহুলের নেতৃত্বতে ভারত খেলতে নেমেছিল দ্বিতীয় ম্যাচ পার্লের, বোল্যান্ড পার্কে। এই ম্যাচে ৭ উইকেটে জিতে সিরিজের দখল নিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ওডিআই ম্যাচ প্রোটিয়ারা ৩১ রানে জিতেছিল ভারতের বিরুদ্ধে। ওডিআই সিরিজ এখন ২-০ ফলাফলে দাঁড়িয়ে।

তৃতীয় ওডিআই এখন নিয়মরক্ষার ম্যাচ হয়ে দাড়াল দুই দলের কাছে,যা ২৩ জানুয়ারি কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ওডিআই’তে ভারত টসে জিতে ব্যাটিং’র সিদ্ধান্ত নেয়

   

ভারত অধিনায়ক কেএল রাহুল অর্ধশতরান করে ৫৫ রানে আউট হয়, ধাওয়ান ২৯ রান করে। দ্বিতীয় ওডিআই’তে বিরাট কোহলি ৫ বল খেলে রানের খাতা না খুলেই প্যাভিলিয়ন ফিরে আসে,কেসব মহারাজের বলে বাভুমার হাতে ক্যাচ দিয়ে।

ঋষভ পন্থ ব্যাট হাতে ৮৫,শ্রেয়স আইয়ার ১১,ভেঙ্কটেশ আইয়ার ২২,শার্দূল ঠাকুর ৩৮ বলে ৪০ রানের কার্যকরী অপরাজিত ইনিংস খেলে।আর অশ্বিন ২৪ বলে ২৫ রানের ঝড়ো ব্যাটিং করে নট আউট থাকে। ভারত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান তোলে।

প্রোটিয়াদের হয়ে সামসি ২, মার্করাম, মহারাজ, মাগালা,ফেহলুকওয়েও একটি করে উইকেট পেয়েছে, যা প্রোটিয়া বোলিং বিভাগের মিলিত ছন্দময় পারফরম্যান্স ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে ।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪৮.১ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়, যা ২৮৮ রান টার্গেট ছিল। মালান ৯১,ডিক’ক ৭৮,বাভুমা ৩৫,মার্করাম ৩৭ রানে অপরাজিত এবং ডুসান ৩৭ রানে নট আউট থেকে যায়।

ভারতের হয়ে বল হাতে বুমরাহ,চাহাল, ঠাকুর একটি করে উইকেট পেয়েছে। প্রোটিয়াদের হাতে পড়ে ভুবনেশ্বর কুমার ৮ ওভারে ৬৭ রান এবং রবিচন্দ্রন অশ্বিন ১০ ওভার হাত ঘুড়িয়ে একটা মেডেন ওভার দিয়ে ৬৮ রান দিয়েছে। বেধড়ক মার খেয়েছে ভুবি-অশ্বিন প্রোটিয়া ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে।

বুমরাহ ১০ ওভার বল করে ৩৭ রানে এক উইকেট, যুজবেন্দ্র চাহাল ১০ ওভার হাত ঘুরিয়ে ১,শার্দূল ঠাকুর ৫ ওভারে ৩৫ রানে এক উইকেট পেয়েছে দ্বিতীয় ওডিআই’তে। বোলিং বিভাগের ব্যর্থতার জন্য তিন ম্যাচের ওডিআই সিরিজ হাতছাড়া হয়ে গেল কেএল রাহুলের নেতৃত্বতে থাকা টিম ইন্ডিয়ার।

সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্স বিরাট কোহলির ব্যাট হাতে ৫ বল খেলে রানের খাতা না খুলেই আউট। এমন পারফরম্যান্স কোহলি ভক্তরা বিরাট শূণ্যতায় নিরাশ।