Tollywood: নতুন জীবনে পা রাখলেন শান্টু-পূর্না

শান্টু-পূর্ণার রোম্যান্সে তরতর করে উঠেছিল ‘খেলাঘর’ টিআর। টেলিমহলে বেশ জনপ্রিয় এই জুটি। আর ট্রামকার্ডটাই সোশ্যাল মিডিয়ায় ইউজ করলেন দুজনে। বন্ধ হতে চলেছে ‘খেলাঘর’।

Syed Arefin & Swikriti Majumde

শান্টু-পূর্ণার রোম্যান্সে তরতর করে উঠেছিল ‘খেলাঘর’ টিআর। টেলিমহলে বেশ জনপ্রিয় এই জুটি। আর ট্রামকার্ডটাই সোশ্যাল মিডিয়ায় ইউজ করলেন দুজনে। বন্ধ হতে চলেছে ‘খেলাঘর’। আর স্বাভাবিকভাবেই ধারাবাহিকটি শেষ হওয়ার পরে দর্শকরা মিস করবেন এই জুটিকে। আর এখানেই চমক দিয়েছেন শাট্টু-পূর্ণা জুটি। ধারাবাহিকের পাশাপাশি গানের অ্যালবাম করেছেন তাঁরা

Advertisements

Syed Arefin & Swikriti Majumde

   

অভিনয়ের পাশাপাশি এবাএ পরিচালকের আসনে শান্টু। সৌজন্যে গানের অ্যালবাম ‘তোমায় ছুঁতে চাই’। যেখানে জুটি বেঁধেছেন শান্টু ও পূর্ণা। সদ্য মুক্তি পেয়েছে এই গানের অ্যালবাম। আর ভিডিওতে সৈয়দ-স্বীকৃতিকে একসঙ্গে পেয়ে বেজায় খুশি তাদের অনুরাগীরা। এদিকে অ্যালবামের সাফল্য দেখে, ভবিষ্যতে দু’জনে মিলে প্রযোজনা সংস্থা খোলার কথা ভাবছেন তাঁরা।

প্রসঙ্গত, ছোটপর্দায় জনপ্রিয় জুটি শান্টু-পূর্ণা। ধারাবাহিকে শান্টু চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৈয়দ আরেফিন এবং পূর্ণা চরিত্রে অভিনয় করছেন স্বীকৃতি মজুমদার। সৈয়দ এর আগেও ‘ইরাবতীর চুপকথা’য় মনামী ঘোষের বিপরীতে দর্শকের নজর কেড়েছিলেন।

Advertisements