সন্ধ্যা নামতেই টিভির সমানে বসে পরেন মা- জ্যেঠিমারা। ( Tollywood Gossip ) ‘দিদি নং ওয়ান’, ‘গাঁটছড়া’, ‘মিঠাই’, ‘সহচরী’-একের পর এক চলতে থাকে নানান সব সিরিয়াল। ওদিকে জি ও স্টাররের ঘরে শুরু হয় গুনতি। কোন ঘরানার সিরিয়াল টিআরপি লড়াইয়ে ছাপিয়ে গেল কাকে। ঠান্ডা ঘরের এই লড়াইয়ের কোপ পরতে চলেছে স্টার জলসার ‘বরণ’ সিরিয়ালে। টিআরপি-এর লড়াইয়ে পিছিয়ে থাকার কারণে বন্ধ হতে চলেছে ‘বরণ’ ধারাবাহিক।
দ্বিতিপ্রিয়া নাকি কৌশাম্বী কার প্রেমে অদৃত! সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন সীড
২০২১-এর৫ই এপ্রিল শুরু হয়েছিল ‘বরণ’। শুরুতেই সিরিয়ালটি বেশ মনে ধরেছিল দর্শকদের। রুদ্রি-তিথির জুটিও মন কেড়েছিল সবার। ( Tollywood Gossip ) কিন্তু গল্পের রাশ ঠিক মতো না ধরায় দিনে দিনে টিআরপি কমতে থাকে। ফলে আট-টার স্লট থেকে ৫ টার স্লটে সম্প্রচারিত হতে থাকে ‘বরণ’। আর বছর ঘুরতে না ঘুরতে টিআরপি তলানিতে আসায় ধারাবাহিকটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন স্টার।
রুক্মিণীর সঙ্গে পরিবার নিয়ে মলদ্বীপে দেব, পেছনে কি কোনও কারণ আছে?
তবে শোনা যাচ্ছে, ‘বধূবরণ’-এর জায়গায় আসছে স্টারের নতুন ধারাবাহিক ‘ গোধূলি অআলাপ’। ( Tollywood Gossip ) স্টার জলসাতে সম্প্রতি সম্প্রচারিত হয়েছে আসন্ন ধারাবাহিকের একটি প্রোমো। নতুন এই সিরিয়ালে অসমবয়সী প্রেমের গল্পে দেখা যাবে। রাজ চক্রবর্তীর প্রযোজনায় আসছে এই নতুন সিরিয়াল ‘গোধূলি আলাপ’। যেখানে আইনজীবী অরিন্দমের ভূমিকায় দেখা যাবে কৌশিক সেনকে। আর তার বিপরীতে থাকবেন সোমু সরকার । এটাই অভিনেত্রীর প্রথম সিরিয়াল। আর প্রথম সিরিয়ালের এমন একজন ভালো অভিনেতার সাথে অন্যরকম সিরিয়ালে দেখা যাবে তাকে। ইতিমধ্যেই সিরিয়ালের প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। আর ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনা।
পর্দার বাইরে গভীর সম্পর্কে টিপু-রঞ্জিনী
যদিও অসম বয়সী প্রেম নিয়ে এই সিরিয়াল প্রথম নয়! এর আগেও ‘বিকালে ভোরের ফুল’ নামের সিনেমা থেকে সিরিয়াল হয়ে গিয়েছে। ‘বিকালে ভোরের ফুল’ ছবিতে মহানায়ক উত্তম কুমার ও অভিনেত্রী সুমিত্রাকে দেখা গিয়েছে। যেখানে উত্তম কুমার ছিলেন অনেকটা বয়সে বড় আর সুমিত্রা ছিলেন নিতান্ত কিশোরী। ছবিটি সেই সময় সুপারহিট হয়েছিল। আজ সেই ছবির প্রায় ৫ দশক হতে চললেও সেই কাহিনী আবারও মনে পরে যাচ্ছে ‘গোধূলি আলাপ’ এর প্রমো দেখে।