Tollywood Gossip: ওস্তাদজিকে ভালবাসে পিলু ডাকে দৈব, এর পেছনে রয়েছে মজার কারন

pilu-serial-behind-the-sence

ওস্তাদজির সঙ্গে শেষমেশ বিয়ে হল পিলুর। টানটান উত্তেজনা এখন ‘পিলু’র সেটে। ওস্তাদজি কি মেনে নেবে পিলুকে? নানান প্রশ্ন ঘুরছে দর্শকদের মনে। তবে পর্দায় পিলুর ওপর রেগে থাকলে কি হবে বাস্তবে পিলুকে খুব ভালবাসে আহির ( Tollywood Gossip ) । পিলুর কথায়, ‘সব সময় আমার লেগ পুলিং করে চলেছে। আর সব সময় অনেক খাবার খাওয়ায়’। শুধু তাই নয় ওস্তাদজিকে ভালবেসে পিলু একটা নামও দিয়েছে। দৈব! কেন এমন নাম! তাই ভাবছেন তো। পিলু বলেন, ‘ অন্যকে খাওয়ার খাওয়াতে পছন্দ করলে কি হবে ওস্তাদজি নিজে শুধু টকদই জলে গুলে খায়। আর এই কারনের নাম দিয়েছি দৈব।

Advertisements

উচ্ছেবাবুকে কেক খাওয়ানো ,ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ডিনার ডেট মিঠাইয়ের জন্মদিনের স্পেশ্যাল মুহূর্ত

এই ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী যিনি এই ধারাবাহিকে আহিরের চরিত্রে অভিনয় করছেন। (Tollywood Gossip) নায়িকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মেঘা দাঁ, যিনি পিলুর চরিত্রে অভিনয় করেছেন। অভিনেত্রী ‘ডান্স বাংলা ডান্স’-এ খ্যাত। এই জুটিকে বেশ মানিয়েছে বলে জানিয়েছেন নেটিজেনরা।

Advertisements

ফ্যানদের আত্মবিশ্বাস বাড়াতে, কোটি টাকার বিজ্ঞাপন ফিরিয়েছিলেন এই তারকারা

কিছু দিন আগেই শুরু হয়েছে ধারাবাহিক ‘পিলু’। বর্তমানে দেখানো হচ্ছে পিলুর সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে ওস্তাদজির।