Gouri elo: শরৎ-এর আগেই ‘গৌরি’ আসছে জি বাংলায়

সন্ধ্যে নামলেই তাড়াতাড়ি কাজ সেরে চায়ের কাপে চুমুক দিয়ে গৃহিণীরা বসে পড়েন টেলিভিশনের সামনে।এরপরই চলতে থাকে রকমারি ধারাবাহিক। (Gouri elo ) আর টি আর পি…

zee-bangla-upcoming-serial-gouri-elo

সন্ধ্যে নামলেই তাড়াতাড়ি কাজ সেরে চায়ের কাপে চুমুক দিয়ে গৃহিণীরা বসে পড়েন টেলিভিশনের সামনে।এরপরই চলতে থাকে রকমারি ধারাবাহিক। (Gouri elo ) আর টি আর পি র বিষয়টি মাথায় রাখেন চ্যানেল কতৃপক্ষ।অনেকেরই জানা,সন্ধ্যে হলেই স্টারজলসা এবং জি বাংলার মধ্যে চলতে থাকে একটা ঠান্ডা লড়াই। প্রতিটি চ্যানেলই চায় নতুনত্ব টুইস্ট দেখিয়ে দর্শকদের এনগেজ করে রাখতে। সেই ভাবনা থেকেই জি বাংলায় শুরু হল নতুন ধারাবাহিক ‘গৌরী এল’।

উচ্ছেবাবুকে কেক খাওয়ানো ,ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ডিনার ডেট মিঠাইয়ের জন্মদিনের স্পেশ্যাল মুহূর্ত

এই ধারাবাহিকে গৌরীর চরিত্রে অভিনয় করছেন মেঘনা মাইতি (Gouri elo )। মেঘনা সদ্যই জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ এর প্রতিযোগী। শুনলে অবাক হবেন,মাধ্যমিক ও পাশ করেননি এই অভিনেত্রী। মফস্বল মুর্শীদাবাদের মেয়ে মেঘনা কাশীশ্বরী গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। তিনি কোনোও দিন অভিনয় করবেন ভাবেন নি, বরং তার ধ্যান জ্ঞান বলতে ছিল কেবলই নাচ৷ তাই -ই ‘ডান্স বাংলা ডান্স’ শো-এ যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু সেখান থেকেই তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। এই ধারাবাহিক দিয়েই ডেবিউ করবেন মেঘনা।

বসন্তে সুখবর দিল ‘গোরা ও পুপে’

ধারাবাহিকে নায়কের চরিত্রে রয়েছেন টেলি অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। বিশ্বরূপ এর আগে ‘দুর্গা দূর্গেশ্বরী’তে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ দুবছর পর অভিনয়ে কামব্যাক করলেন অঙ্কিতা মজুমদার। বিয়ের পর স্বামীর সঙ্গে গৌহাটিতেই ছিলেন অভিনেত্রী।কন্যার বয়স দেড় বছর হতে না হতেই তিনি ফিবলেন পুরনো ছন্দে।এছাড়া ও খলনায়িকার চরিত্রে রয়েছেন চান্দ্রেয়ী ঘোষ।এছাড়া ও থাকছেন ভাস্বর চট্টোপাধ্যায় এবং দ্বৈপায়ন দাসের মতো অভিনেতারা।ধারাবাহিকটি পরিচালনা এবং প্রযোজনা করেছেন স্বর্নেন্দু সমাদ্দার।এই মুহুর্তে তাঁরই প্রযোজনায় স্বমহিমায় চলছে আরেকটি ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’।