Meghalya: কংগ্রেস ভেঙে বিরোধী দলের মর্যাদা পেতে মরিয়া মমতা

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ শাসনের বাইরে অন্য রাজ্যে প্রথম বড়সড় সাফল্যের মুখ মেঘালয়েই (Meghalya) দেখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Manata Banerjee)। উত্তর পূর্ব ভারতের মেঘালয়ের বিরোধী দল…

Manata Banerjee

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ শাসনের বাইরে অন্য রাজ্যে প্রথম বড়সড় সাফল্যের মুখ মেঘালয়েই (Meghalya) দেখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Manata Banerjee)। উত্তর পূর্ব ভারতের মেঘালয়ের বিরোধী দল হতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। এই রাজ্যের বিরোধী দল কংগ্রেসের (INC) বিধায়করা প্রায় পুরোটাই তৃণমূলে সামিল হয়ে যাচ্ছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্ধি করে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা অন্তত ১৩ জন বিধায়ক নিয়ে তৃণমূলে যোগ দিতে তৈরি। মেঘালয় প্রদেশ কংগ্রেস ভবনের নাম কি পাল্টে যাবে? এও প্রশ্ন উঠতে শুরু করল।

২০১০ থেকে ২০১৮ পর্যন্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন মুকুল সাংমা। তিনি এখন বিরোধী দলনেতা।ক্ষমতায় আছে এনপিপি (NPP)। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। সরকারের শরিক দল বিজেপি।

এক নজরে মেঘালয় বিধানসভার অংক
মোট সদস্য সংখ্যা ৬০
সরকার পক্ষে আছেন ৩৮ জন
এনপিপি ২১
বিজেপি ২
বাকি শরিক দল ১৫
বিরোধী পক্ষে আছেন ১৯ জন
কংগ্রেস ১৭
অন্যান্য ২
৩টি আসন শূন্য।
বিরোধী নেতা মুকুল সাংমা তৃণমূল কংগ্রেসে যোগ দিলে তাঁর নেতৃত্বে টিএমসি বিরোধী দলে পরিনত হবে।

মেঘালয়ের রাজনীতিতে টিএমসির আচমকা প্রবেশে উত্তর পূর্বের ত্রিপুরায় প্রবল চাঞ্চল্য। কারণ, পশ্চিমবঙ্গে তিনবার সরকার গড়ার পর বাংলাভাষী প্রধান ত্রিপুরা বিধানসভার ভোটে ঝাঁপিয়েছে তৃণমূস কংগ্রেস। এ রাজ্যে গত বিধানসভা ভোটের আগে তৎকালীন বিরোধী দল কংগ্রেস থেকে বিধায়করা তৃণমূলে যোগ দেন। ত্রিপুরায় বিরোধী দল হয়েছিল তৃণমূল। পরে সেই বিধায়করা বিজেপিতে যান। নির্বাচনে টানা ২৫ বছরের বামফ্রন্ট সরকারের পতন হয়। সরকার গড়ে বিজেপি। আসন্ন ত্রিপুরা বিধানসভা ভোটের আগে বিজেপি বিধায়কদের বড় অংশ ফের তৃণমূল কংগ্রেসে ফিরছেন বলে প্রবল গুঞ্জন।