Advertisements

Tiyasha: একটা ছেলে পেলেই বিয়ে করবেন তিয়াশা!

Tiyasha

Tiyasha Lepcha: সুবান রায়কে ভালোবেসে বিয়ে করেছিলেন তিয়াশা। বিয়ের পর সম্পর্কের নানা টানাপড়েন সংসারে বাধ সেধেছিল। বছর দেড়েক আগেই হয়েছে বিচ্ছেদ। তারপর থেকেই বেশিরভাগ সময়ই নিজেকে সিঙ্গল বলে দাবি করছেন নায়িকা। এতদিন পর নিজের সিঙ্গেলত্ব ঘোঁচাতে চলেছে জনপ্রিয় নায়িকা। সম্প্রতি এক রিয়ালিটি শো-য়ে এসে স্পষ্ট ভাষায় তিনি (Tiyasha Lepcha) জানালেন, বিয়ে করবেন যত শীঘ্র সম্ভব।

Advertisements

তবে, কি সোহেল দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিয়াশা। নাম করে একদিন তিয়াসা বলেছিলেন,”যার সঙ্গে সম্পর্কে রয়েছি, তিনি কিন্তু ইন্ডাস্ট্রিরই একজন মানুষ। ভীষণই ভাল সে। আমি খুব ভাল আছি তাঁর সঙ্গে। যদি সব কিছু ঠিকঠাক থাকে ভবিষ্যতে বিয়েরও পরিকল্পনা আছে। তবে এখনই এই সব নিয়ে কিছু ভাবছি না। (Tiyasha Lepcha) আপাতত কাজেই মন দিতে চাই।”

যদিও কয়েকদিন আগে শোনা গিয়েছিল, সোহেলও মন কাড়তে পারেননি নায়িকার। ব্রেক আপ হয়ে গিয়েছে। তাহলে এবার কাকে বিয়ে করবেন তিনি। তিয়াশা তো বলে দিয়েছেন, ২০২৫ সালের পরই তাঁর বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছে রয়েছে। তাহলে পাত্র কে? উঠছে প্রশ্ন। এ উত্তরেও এদিন তিয়াশা মজার চলে আলতো হেসে বললেন, “এবার একটা ছেলে পেলেই হল।”

Advertisements

কাজের ফ্রন্টে, সবেমাত্র শেষ হয়েছে তিয়াশার জনপ্রিয় সিরিয়াল বাংলা মিডিয়াম (Bangla Medium)। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার রিলে ডানা মেলতে দেখা যায় নায়িকাকে (Tiyasha Lepcha)।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neel Bhattacharya (@neel_bhattacharya)

Advertisements