চোর পুলিশ হাত মিলিয়ে আন্দোলন ভাঙে, মমতাকে আক্রমণে কমলেশ্বর

টেট চাকরি প্রার্থীদের ধর্নামঞ্চ থেকে পুলিশের টেনে হিঁচড়ে তুলে দেওয়ার ঘটনায় সরগরম রাজ্য। মমতা সরকারকে প্রবল আক্রমণ করলেন পরিচালক কমলেশ্বর মুখার্জি (Kamaleswar Mukherjee)  বামপন্থী পরিচালক…

টেট চাকরি প্রার্থীদের ধর্নামঞ্চ থেকে পুলিশের টেনে হিঁচড়ে তুলে দেওয়ার ঘটনায় সরগরম রাজ্য। মমতা সরকারকে প্রবল আক্রমণ করলেন পরিচালক কমলেশ্বর মুখার্জি (Kamaleswar Mukherjee)  বামপন্থী পরিচালক বলেন, চোর পুলিশ হাত মিলিয়ে আন্দোলন ভাঙে। (Tet Scam)

কমলেশ্বর  বলেন, গতকালের পর আজ সকাল। নির্লজ্জ পুলিশ চোরেদের ক্ষেত্রে আইনের শাসন জারি করতে অপরাগ। চাকুরিপ্রার্থীরা ও প্রতিবাদকারীদের গণতান্ত্রিক আন্দোলনে অগণতান্ত্রিকভাবে আঘাত করছে। এর থেকে সরকারের স্বৈরচারী মনোভাব সুস্পষ্ট। স্বৈরাচার ও মিথ্যাচার দুয়ে মিলে এক অরাজক পরিস্থিতি তৈরি করেছে পশ্চিমবঙ্গে। একটা ভয়াবহ সংক্টের দিকে রাজ্য এগিয়ে চলেছে।

দুর্গাপূজার সময় কলকাতায় সিপিআইএমের বই বিপনী কেন্দ্র ভাঙার জেরে প্রতিবাদ মিছিল থেকে গ্রেফতার হন পরিচালক কমলেশ্বর। তিনি ফের তৃ়ণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব। কোথাও তিনি লিখছেন, পথে রক্ত, দেওয়াল তবু নীল সাদায় রাঙে চোর পুলিশ হাত মিলিয়ে আন্দোলন ভাঙে। আবার কখনও বলছেন, পুলিশ প্রশাসনকে ধিক্কার।

কমলেশ্বরের পাশাপাশি টলিপাড়ায় সিপিআইএম ঘনিষ্ঠ অভিনেত্রী শ্রীলেখা মিত্র সরব হয়েছেন। তিনি জনগণকে লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রীর ভিখিরি বলে কটাক্ষ করেছেন।

কেন জনগণকে ভিখিরি বললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র? পড়ুন বিস্তারিত

Sreelekha Mitra: লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর লোভে প্রতিবাদ করছে না ভিখিরি মানুষ: শ্রীলেখা

চাকরি প্রার্থীদের উপর পুলিশের জবরদস্তির ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডেপুটেশনে সই করেছেন ড: বিনায়ক সেন, অপর্ণা সেন, কুণাল সরকার, বিভাস চক্রবর্তী, সুমন মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, কৌশিক সেন, ঋদ্ধি সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায় রেশমী সেন, বোলান গঙ্গোপাধ্যায় এবং সুজন মুখোপাধ্যায়রা।