Manami Ghosh: করোনার জাল ছিঁড়ে লাদাখে টৈলি কুইন মনামী

শ্যুটিং থেকে অবসর মিলতেই ঘুরতে বেরিয়ে পড়েছেন টেলি কুইন মনামী ঘোষ (Manami Ghosh)। এবার মনামীর ডেস্টিনেশন লেহ-লাদাক।মাঝে করোনা তাঁকে কাবু করলেও বেশিদিন অভিনেত্রীকে ঘরবন্দি করে…

Manami Ghosh

শ্যুটিং থেকে অবসর মিলতেই ঘুরতে বেরিয়ে পড়েছেন টেলি কুইন মনামী ঘোষ (Manami Ghosh)। এবার মনামীর ডেস্টিনেশন লেহ-লাদাক।মাঝে করোনা তাঁকে কাবু করলেও বেশিদিন অভিনেত্রীকে ঘরবন্দি করে রাখতে পারেনি।

Advertisements

গতবার দার্জিলিংয়ে গিয়েছিলেন মনামী,কিন্তু এবার তিনি পৌঁছিয়ে গিয়েছেন সোজা লেহ-লাদাকে। লাদাক থেকে শেয়ার করা মনামীর ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর শেয়ার করা নতুন ছবি গুলি দেখে অনেকেই তাঁর বিউটি সিক্রেট সম্পর্কে জানতে চেয়েছেন।অভিনেত্রী কীভাবে নিজেকে মেনটেন করেন সেই ফিটনেস ফান্ডা জানতে আগ্রহী ভক্তরা।

বিজ্ঞাপন

Manami Ghosh

মনামী বরাবরই বেড়ানোর প্রতিটা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসেন।মনামীর শেয়ার করা নতুন ছবি গুলো শীতের সকালের উষ্ণতার ছোঁয়া এনে দিয়েছে।নাচ এবং বেরাতে যাওয়ার মতো রিফ্রেশমেন্ট নায়িকার কাছে আর অন্য কিছুতে নেই।সোশ্যাল মিডিয়ায় মনামী ছবি গুলো পোস্ট করে লিখেছেন,তাঁর এই ছবির জন্য একটা ভালো গান যেন সাজেস্ট করা হয়।দিন কয়েক আগেই একটি ভিডিওতে প্রকৃতির মাঝে গলা ছেড়ে খালি গলায় গান গাইতে দেখা গিয়েছিল মনামীকে।

ভিডিওয় পাহাড়ের মাঝে মনের আনন্দে গান গাইতে দেখা গিয়েছে তাঁকে।সিনেমা থেকে দূরে, অথচ গ্ল্যামার দুনিয়ায় হট লিস্টে থাকা মনামী শরীরে ভাঁজেই ঝড় তুলছেন নেট দুনিয়ায়। মনামীর দুই ইউএসপি। এক তাঁর নাচ আর দুই তাঁর লুক। টলিউডের বার্বি গার্ল বললে খুব একটা ভুল করা হবে না।রিয়ালিটি শো থেকে শুরু করে ওয়েব সিরিজ,সবেতেই ছিল মনামীর নজর কাড়া উপস্থাপনা।মনামীর কখনও হট লুকে ডান্স মুভমেন্ট আবার কখনও আবার বর লোকের বেটি লো মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে ভক্তমহলে।মাস কয়েক আগে মনামী অভিনীত মৌচাক সিরিজটি উষ্ণতা ছড়িয়েছিল অনুরাগীদের মনে।