কমিউনিস্ট নাজিবুল্লাহর নিরাপত্তায় অমিতাভের শুটিং হয়েছিল,সেই হামলাকারী তালিবান করছে সুখ্যাতি

আফগানিস্তানে চলছিল খুদা গাওয়া ছবির শুটিং। তখন সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রন। সেই সময় তালিবান চেয়েছিল অমিতাভ, শ্রীদেবী, ড্যানির শুটিংয়ে হামলা করতে। নিজের রক্ষীবাহিনী ও ট্যাংক দিয়ে…

আফগানিস্তানে চলছিল খুদা গাওয়া ছবির শুটিং। তখন সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রন। সেই সময় তালিবান চেয়েছিল অমিতাভ, শ্রীদেবী, ড্যানির শুটিংয়ে হামলা করতে। নিজের রক্ষীবাহিনী ও ট্যাংক দিয়ে নিরাপত্তার বলয় করেছিলেন ততকালীন আফগান কমিউনিস্ট প্রেসিডেন্ট ড. নাজিবুল্লাহ। সে কথা বারবার স্বীকার করেন অমিতাভ। সোভিয়েত জমানা শেষের দিকে আফগানিস্তানের ক্ষমতা চলে যায় তালিবানের দখলে। তালিবান জঙ্গিরা খুন করে প্রেসিডেন্ট নাজিবুল্লাহকে। এখন তারা দ্বিতীয় দফার শাসক। জঙ্গিদের মুখে অমিতাভের আফগান শুটিং সুখ্যাতি!

Advertisements

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের জনপ্রিয়তার সীমা নেই। কয়েক বছর ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছেন তিনি। তাঁর জনপ্রিয়তা শুধু আমাদের দেশেই সীমাবদ্ধ নয়, সারা বিশ্বে তাঁর ভক্ত রয়েছে। কিন্তু তালিবানরাও যে বিগ বি-কে চেনেন তা কে জানত?

   

তালিবান জনসংযোগ বিভাগ তার অফিসিয়াল ‘এক্স’ হ্যান্ডেল তার সর্বশেষ পোস্টে অভিনেতার প্রশংসা করেছে। এতে আরও উল্লেখ করা হয়েছে যে, তিনি যে একজন সম্মানসূচক আফগান নাগরিক তা কীভাবে মাত্র কয়েকজন মানুষ জানেন। পোস্টে লেখা হয়েছে, “যখন তিনি ১৯৮০-এর দশকে আমাদের মহিমান্বিত জাতি পরিদর্শন করেছিলেন, তখন রাষ্ট্রপতি নাজিবুল্লাহ তাঁকে এই বিশিষ্ট প্রশংসা প্রদান করেছিলেন।” দফতর দাবি করেছে যে বলিউড অভিনেতা আফগানিস্তানের সঙ্গে ‘ভালভাবে যুক্ত’।

এক নজর দেখুন টুইট:

আপলোড হওয়ার পর থেকে পোস্টটি একাধিক প্রতিক্রিয়া সহ ভাইরাল হয়েছে। এটি ৬৪০K এর বেশি ভিউ করেছে। পোস্টে মন্তব্যও করেছেন অনেকে। অনেকে এটি একটি প্যারোডি অ্যাকাউন্ট বলেও উল্লেখ করেছেন। এদিকে, বিগ বি সাধারণত তাঁর টুইট এবং পোস্টের জন্য শিরোনামে থাকেন। পোস্ট নম্বর ৪৫৪৮ বিগ বি হিন্দিতে লিখেছেন, “কি বলব, কি লিখব।” ভক্তরা এটি থেকে মিম তৈরিতে সময় নষ্ট করেননি। বিগ বি-র নাতি-নাতনিদের কেউ তাঁর অ্যাকাউন্ট হ্যাক করেছে কিনা তা জিজ্ঞাসা করা থেকে, তিনি ঠিক আছেন কিনা তা স্পষ্টভাবে জিজ্ঞাসা করেন ভক্তরা।