সব কটাক্ষের জবাব দিলেন স্বস্তিকা! পাশাপাশি নাম না করে খোঁচা মারলেন শ্রীলেখাকে

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়(Swastika Mukherjee) কখোনই নিজের ব্যাক্তগত জিবন নিয়ে লুকোছাপ রাখেননি। বরাবরই তিনি স্পষ্টবাদি। বেশ কয়েকদিন ধরে অভিনেত্রী নানা কটাক্ষ এবং ট্রোলের শিকার…

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়(Swastika Mukherjee) কখোনই নিজের ব্যাক্তগত জিবন নিয়ে লুকোছাপ রাখেননি। বরাবরই তিনি স্পষ্টবাদি। বেশ কয়েকদিন ধরে অভিনেত্রী নানা কটাক্ষ এবং ট্রোলের শিকার হয়েছেন। এমনকি কটাক্ষ করতে ছাড়েননি শ্রীলেখা মিত্র।

এবার সেই সব কটাক্ষের জবাব দিলেন অভিনেত্রী। পাশাপাশি নাম না করে খোঁচা মারলেন শ্রীলেখাকে। বৃহস্পতিবার গভীর রাতে অভিনেত্রী তার সোস্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করে লেখেন, ‘আজ আর কোনো তথ্য পাওয়া গেল আমার ব্যাপারে? গত এক মাসে এত কিছু জানলাম, নতুন ভাবে চিনছি নিজেকে। মানুষ এত কিছু জানে আমার ব্যাপারে যা আমিই জানি না। পুরনো তথ্য নব প্যাকেজে পাওয়া গেলেও চলবে। কেউ জানলে বা খবর পেলে একটু শেয়ার করবেন। খুব অস্থির লাগছে, একটাও গালাগাল নেই, সমালোচনা নেই, কার্টুন নেই, মিম নেই, বয়কট পর্যন্ত নেই। অভ্যেসটা এমন খারাপ হয়ে গেছে এই কয়েক দিনে… মনে হচ্ছে আবার একা হয়ে গেলাম।’

   

প্রসঙ্গত, সম্প্রতি স্বস্তিকা মুখোপাধ্যায় ‘টেক্কা’ ছবির প্রমোশান করতে তার প্রেম নিয়ে মুখ খোলেন। এবং সেখানে গিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেম ভেঙে যাওয়া নিয়ে চর্চা করেন। এর পরই ট্রোলের শিকার হন অভিনেত্রী। প্রেম নিয়ে কটাক্ষ জবাবে স্বস্তিকা লেখেন,‘ওহ আরেকটা কথা আগের পোস্টে লিখতে ভুলে গেছি। আমি প্রেম করে কাজ পাওয়া থামাবো না। ২৪ বছর ধরে শুধুমাত্র প্রেমের ওপর আমার গোটা কারিয়ারটা দাঁড়িয়ে আছে। আগামী বছরগুলোও তাই থাকবে। এই সিদ্ধান্ত নিলাম। প্রেম দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সৃজিত মুখোপাধ্যায় ‘টেক্কা’র জন্য। EX = প্রেম ধরে নিয়ে কষব।’

উল্লেখ্য, চলতি বছর পুজোতে মুক্তি পেতে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘টেক্কা’। ছবিতে মুখ্য চরিত্রে দেখা দেব , রুক্মিনী মৈত্র ও স্বতিকা মুখোপাধ্যায়। ছবিতে প্রথমবারের মত একজন অপহরণকারীর ভূমিকায় দেখা যাবে দেবকে। পুলিশ অফিসারের ভূমিকায় রুক্মিণী মৈত্রকে দেখা। সূত্রের খবর স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে। আগমী ৮ অক্টোবর মুক্তি পাবে ‘টেক্কা’।