বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খুললেন স্বস্তিকা! কী বললেন অভিনেত্রী?

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) বরাবরই স্পষ্টবাদি। অন্যায় দেখলে তার প্রতি সরব হয়ে থাকেন। আরজি কর কান্ডে যে সমস্থ শিল্পীরা সরব হয়েছিলেন তার…

swastika

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) বরাবরই স্পষ্টবাদি। অন্যায় দেখলে তার প্রতি সরব হয়ে থাকেন। আরজি কর কান্ডে যে সমস্থ শিল্পীরা সরব হয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। পথে নামা থেকে শুরু করে আন্দলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়ানো সবেতেই দেখা মিলেছে অভিনেত্রীর।

স্বস্তিকা (Swastika Mukherjee) বর্তমানে ব্যস্ত রয়েছেন তার আসন্ন ছবি টেক্কার প্রচার নিয়ে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খোলেন স্বস্তিকা (Swastika Mukherjee) । অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় না যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন একজনও মহিলা আছেন যিনি বলতে পারবেন তাঁকে কখনও কোনও অস্বস্তিকর পরিবেশে পড়তে হয়নি। ১০০% পড়তে হয়েছে। কেউ হয়তো কারও সঙ্গে অসভ্যতা করে বুঝেছে এটা করা ঠিক হয়নি, ক্ষমা চেয়েছেন, বা মহিলাটির সম্মতি নেই।

   

তারা সেখান থেকে সরে এসে কিন্তু আর এমন কাজ করেননি। আবার অরিন্দম শীলের মতো মানুষও আছেন যাঁর বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে। কিছু বছর আগে রূপাঞ্জনা অভিযোগ করেছিল। আমার যখন ২০-২১ বছর বয়স, যখন এক আকাশের নিচে করছি তখন চৈতি ঘোষাল অভিযোগ করেছে, চান্দ্রেয়ী ঘোষ অভিযোগ করেছেন। তাই কারও বিরুদ্ধে বারংবার ২০-২২ বছর ধরে মহিলারা যদি বারবার অভিযোগ করেন তাহলে সবাই ভুল বা বাজে কথা বলছে সেটা হতে পারে না।’

উল্লেখ্য, সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি টেক্কাতে দেখা মিলবে স্বস্তিকার(Swastika Mukherjee) । জানা গিয়েছে ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রীকে। স্বস্তিকার চরিত্রের নাম ইরা। স্বস্তিকা ছাড়াও ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দেব এবং রুক্মিনী মৈত্রকে।