বেশ কিছু দিনের বিরতির পর বাংলা টেলিভিশনের ধারাবাহিক জগতে কামব্যাক করতে চলছে ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত(Swastika Dutta)। কিছু আগে পর্যন্তও অভিনেত্রী টেলিভিশন জগত থেকে দূরে মজে ছিলেন প্রেমের সম্পর্কে। বাংলার বিনোদন জগতে শোনা যায় যে, অভিনেত্রী গায়ক শোভন গাঙ্গুলীর সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন। ইতিমধ্যে আবার শোনা যাচ্ছে, প্রায় দেড় বছর পরে অভিনেত্রী আবারও ফিরে আসছে ছোটো পর্দায় অভিনব এক চরিত্রে। অভিনেত্রী নতুন ধারাবাহিক সম্পর্কে বলতে গিয়ে বললেন, “বেশ কিছুটা সময় পরে ছোটো পর্দায় ফিরে ভেন্ট্রিলোকুইস্টের চরিত্রে অভিনয় করতে পেরে ভালো লাগছে। বিশেষত, চিরাচরিত গল্প থেকে একেবারে আলাদা ধরনের গল্প এটি। এই চরিত্রটি করার জন্য কণ্ঠস্বরেরও তামিল নিতে হচ্ছে। নিয়মিত চর্চার মধ্যে রয়েছি।”
https://www.facebook.com/groups/183744337196399/permalink/471121651791998/?sfnsn=wiwspmo&ref=share
অভিনেত্রী তার অভিনয় যাত্রা শুরু করে ২০১৫ সালে ‘পারবো না আমি ছাড়তে তোকে’ নামক এক বাংলা সিনেমার মাধ্যমে। এরপর ২০১৭সাল থেকে দেখতে পাওয়া যায় স্টার জলসায় ‘ ভজ গোবিন্দ’ নামের এক সিরিয়ালে মুখ্য ভূমিকা অভিনয় করতে। এই ধারাবাহিকে অভিনেত্রীর অপরপ্রান্তে দেখতে পাওয়া যাবে ছোটপর্দার অভিনেতা শুভঙ্কর লাহাকে। শোনা যাচ্ছে সেট তৈরির কাজ শেষ হলেই শুরু হবে শুটিং এবং তা টিভিতে টেলিকাস্ট হবে এই বছরের ডিসেম্বর মাসে।