Suhana Khan: শাহরুখের মেয়ে শুনলেই ঘৃণা হতো – বললেন সুহানা

Suhana Khan: শাহরুখের মেয়ে শুনলেই ঘৃণা হতো! একি বললেন শাহরুখের মেয়ে সুহানা খান। সুহানা খান, সম্প্রতি বলিউডে করেছেন ডেবিউ। তারপর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছেন…

Suhana Khan

Suhana Khan: শাহরুখের মেয়ে শুনলেই ঘৃণা হতো! একি বললেন শাহরুখের মেয়ে সুহানা খান। সুহানা খান, সম্প্রতি বলিউডে করেছেন ডেবিউ। তারপর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছেন তিনি।

যুগের সঙ্গে তাল মিলিয়ে স্টারকিডদের এই জীবন অভ্যাস হয়ে যায়, তবে সুহানা প্রথম প্রথম বুঝতে পারতেন না কোনোভাবেই। তাঁর কোনও গুরুত্ব নেই কোনও, তাঁর মনে হত এমনটাই। যা সুহানাকে রীতিমত রাগিয়ে দিত। এক সাক্ষাৎকারে সুহানা খান বলেছিলেন, ”আমি খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিলাম, যে পুরো বিষয়টা আমাদের ক্ষেত্রে ভীষণ আলাদা। যখন আমি পাঁচ বছরের হতে যাব, বাবা একদিন আমায় স্কুলে ছাড়তে গেল। সকলেই সেদিন বাবাকে লক্ষ্য করল। কিন্তু সেখানে তিনি আমার বাবার পরিচয়ে পরিচিতি পেলন না । যেটা আমি চেয়েছিলাম, সকলে বলবে সুহানার বাবা, সেটা হল না। এটা আমায় ধাঁধাঁয় ফেলে দেয়। সেই গুরুত্বটাকে আমি ঘৃণা করতাম।”

Propose Day: আপনার ভালবাসা প্রকাশ করার সময় এই জিনিস মাথায় রাখুন, এই ভুলগুলি সব নষ্ট করতে পারে

মিরচি প্ল্যাস-কে দেওয়া এক সাক্ষাৎকার অনুযায়ী সুহানাকে প্রশ্ন করা হয়েছিল, তোমার বাবা যখন তোমাকে নিয়ে কোনও পোস্ট করেন, সেটা তাঁর ভাললাগে নাকি খারাপ? সুহানা উত্তরে বলেছিলেন, ”এই প্রসঙ্গে আলাদা করে ভাল লাগার কিছু নেই। কারণ উনি আমার বাবা। সোশ্যাল মিডিয়াতেও, বাস্তবেও। তিনি শুধু তাঁর ভালবাসাটুকুই শেয়ার করে থাকেন। এটা নিয়ে বাড়তি কিছু বলার নেই। আমি খুব গর্বিত।”

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Suhana Khan (@suhanakhan2)