Sudipta: প্রেম দিবসের প্রেমটা কি অপূর্ণই থেকে যাবে নববিবাহিতা সুদীপ্তার?

Sudipta

Sudipta: প্রেম দিবস পড়েছে সরস্বতী পুজোর দিনেই। তাহলে বিয়ের পর এই প্রথম প্রেম দিবস পালন করবেন নাকি বাড়িতে ঘটা করে সরস্বতী পুজোটা করবেন! উত্তরে অভিনেত্রী সুদীপ্তা জানিয়েছেন, ‘আমরা সকলে একসঙ্গে থাকি। পুজো বাড়ির সবাই মিলেই করব। কালীপুজোয় থাকতে পারিনি। তখন আমার বাবা মারা গিয়েছিলেন। সরস্বতী পুজো নিয়ে উত্তেজনা আছেই। বিয়ের আগে এসেছিলাম এক বার এ বাড়ির পুজোতে। কিন্তু বিয়ের পর বাড়ির বৌ হিসাবে এ বছর প্রথম পুজোয় অংশ নেব। আর সাজব তো বটেই! হলুদ শাড়ি পরব। সবাই মিলে খিচুড়ি ভোগ খাব। এ ভাবেই কাটবে দিনটা।’

Advertisements

এরপরই বিয়ের আগে ভ্যালেন্টাইন্স ডের কথাটা মনে পড়ে গিয়েছিল সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের। আলতো লাজুক ভাবে দাবি করলেন যে, ‘মনে রাখার মতো কোনও উদ্‌যাপন যে করতাম, এমন নয়। উপহার দিতাম। অথবা কোথাও খেতে যেতাম— এই পর্যন্তই। আর সৌম্য অল্পতেই খুশি হয়ে যায়। তাই বিশেষ কিছু করতে হয় না।’ আসলে টলিউড অভিনেত্রীর কথায়, ‘আমি একেবারেই রোম্যান্টিক নই। সৌম্য আমার চেয়ে বেশি রোম্যান্টিক। তবে ভ্যালেন্টাইনস্‌ ডে নিয়ে আমাদের দু’জনেরই বিশেষ কোনও পরিকল্পনা এখনও নেই। রাতে হয়তো দু’জনে খেতে যেতে পারি।’

Advertisements

প্রসঙ্গত, ভালবাসার দিনের উদ্‌যাপন নিয়ে অনেকেই সারা বছর ধরে অপেক্ষায় থাকেন। বাদ যান না বলিউড থেকে শুরু করে টলিপাড়ার তারকারাও। আসলে, বিয়ের পর এ বারেই প্রথম ‘ভ্যালেন্টাইনস্‌ ডে’ অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের। তাও তাঁদের ভ্যালেন্টাইন্স ডে নিয়ে তেমন কোনো প্ল্যান নেই শুনে হয়ত কিছুটা হৃদয় বিতাড়িত হতে পারেন আপনি। তিন বছরের প্রেমের পর এইতো গত বছরই সৌম্য বক্সীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী সুদীপ্তা।