Subhashree Ganguly: ফটোশ্যুটে ভক্তদের ধনতেরাস ও কালীপূজার শুভেচ্ছা শুভশ্রীর

রাজপত্নী শুভশ্রী গাঙ্গুলী(Subhashree Ganguly) বর্তমানে ব্যস্ত ধনতেরাসের ফটোশ্যুটে। টলিউডের এই বিখ্যাত অভিনেত্রী হামেশাই সোশ্যাল মিডিয়ার দ্বারা কিছু না কিছু ফটো বা ভিডিও পোস্ট করতেই থাকেন।…

Subhashree Ganguly: ফটোশ্যুটে ভক্তদের ধনতেরাস ও কালীপূজার শুভেচ্ছা শুভশ্রীর

রাজপত্নী শুভশ্রী গাঙ্গুলী(Subhashree Ganguly) বর্তমানে ব্যস্ত ধনতেরাসের ফটোশ্যুটে। টলিউডের এই বিখ্যাত অভিনেত্রী হামেশাই সোশ্যাল মিডিয়ার দ্বারা কিছু না কিছু ফটো বা ভিডিও পোস্ট করতেই থাকেন। বর্তমানে অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে ধানতেরাসের ফটোশ্যুট করতে। অভিনেত্রীর পরনে রয়েছে লেহেঙ্গা সঙ্গে পুরোনো ডিজাইনের গয়না ও হালকা মেকআপে অভিনেত্রী হয়ে উঠেছে অপরূপা। উৎসবের এই প্রাক্কালে অভিনেত্রীর এই রূপ যেনো সাক্ষাত মা লক্ষী রূপে ধরা দিচ্ছে দর্শকদের কাছে।

 ধনতেরাসের ভিডিওটি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপলোড মাত্রই লাইক ছুঁয়েছে ১৬ হাজারের গণ্ডি। আবার অভিনেত্রীর অন্য ফটোশ্যুটে দেখতে পাওয়া যাচ্ছে তাকে কালীরূপে। অভিনেত্রীর পরনে রয়েছে কালো রঙের জমকালো শাড়ি সঙ্গে হাতে লাল জবার মালা। অভিনেত্রী এই রূপ যেন বাস্তবের মা কালী হয়ে উঠেছেন। 

Advertisements

অভিনেত্রী বাংলা সিনেমার অভিনয় জগতে প্রবেশ করেন ২০০৮সালে হরনাথ চক্রবর্তী দ্বারা পরিচালিত ‘বাজিমাত’ সিনেমার মাধ্যমে। এরপর থেকে অভিনেত্রী একে একে বহু সিনেমা বাংলার দর্শকদের উপহার দিয়ে আসছেন। প্রসঙ্গত বলা যেতে পারে, অভিনেত্রীর আগামী সিনেমাতে এমন রূপ ধারণ যে এক ঝলক দেখে তাকে চেনাই মুশকিল হয়ে পড়বে। তুই জানতে পারা গেছে অভিনেত্রীর আগামী সিনেমা ” ইন্দুবালা ভাতের হোটেল” সিনেমার দ্বারা ওটিটি জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন।